মামলা‌টি‌কে স‌র্বোচ্চ গুরুত্ব দি‌য়ে‌ছি : এস‌পি জা‌য়েদুল

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার )  : সাংবা‌দিক‌কে হত্যা চেষ্টায় সন্ত্রাসী হামলার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামী সোয়াদ সহ সকল আসামীদের দ্রুত গ্রেফতারের দাবিতে জেলা পুলিশ সুপার জায়েদুল আলমকে স্মারকলিপি দিয়েছেন নারায়ণগ‌ঞ্জে কর্মরত  সাংবা‌দিক নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেল ৩ টায় নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের সভাপতি সাইফুল্লাহ মাহমুদ টিটুর নেতৃত্বে একদল সাংবাদিক এ স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপি প্রদানকালে পুলিশ সুপার জায়েদুল আলম সাংবাদিকদের আশ্বস্ত করে বলেন, এ মামলাটিকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি। প্রধান আসামী সোয়াদকে দ্রুত গ্রেফতারের জন্য একাধিক টিম মাঠে কাজ করছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে তাকে গ্রেফতার করতে সক্ষম হবে।

এসময় উপস্থিত সাংবাদিকরা সদর মডেল থানা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললে জবাবে তিনি বলেন, প্রয়োজনে আসামী গ্রেফতারে ডিবির টিমকে এ ব্যপারে নির্দেশ দেয়া হবে।

এসময় সাংবাদিক মহলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম আরজু, সাবেক সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ টপ নিউজের সম্পাদক মহসীন আলম, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান কাউসার, ঢাকার নিউজ ডট কম এর প্রধান সম্পাদক ও মানবাধিকার কর্মী সোনিয়া দেওয়ান প্রিতি, সময়ের চিন্তা ডট কম এর প্রকাশক ও সম্পাদক সুলতান মাহমুদ, ঢাকা প্রতিদিনের জেলা প্রতিনিধি মো. আসলাম, জয়যাত্রা টেলিভিশনের জেলা প্রতিনিধি আলী হোসেন, সাংবাদিক মাসুদ ও হামলায় আহত সাংবাদিক মিজান প্রমূখ।

উ‌ল্লেখ্য, মঙ্গলবার (১৪ জানুয়ারি) বেলা সা‌ড়ে ৩টার দিকে সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে সোনারগাঁ যাওয়ার পথে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন আনন্দ টি‌ভি’র সৈয়দ সিফাত আল রহমান লিংকন, অগ্রবানী প্রতিদিনের ফটো সাংবাদিক জামাল তালুকদার ও জনতার কাগজের সম্পাদক মিজানুর রহমান মিজান। ত‌বে এ ঘটনায় মূল আসামী সোয়াদ এখ‌নো শহ‌রেই বিচরণ কর‌লেওে তা‌কে গ্রেফতার কর‌তে পা‌রে‌নি পু‌লিশ।

add-content

আরও খবর

পঠিত