নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সদর সংবাদদাতা ) : স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, পাক হানাদার বাহিনীরা যখন তাদের পরাজয় নিশ্চিত জানতে পারে তখনই তারা বাংলাদেশের যত শিক্ষিত মানুষদের হত্যা করে। আর এই দিনটি হল ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। পরবর্তীতে ১৬ই ডিসেম্বর বাঙালীরা বাংলাদেশের স্বাধীনতা অর্জন করে যা বাঙালীর জন্য সবচেয়ে বড় অর্জন। কিন্তু ১৯৭৫ সালে এ স্বাধীন বাংলাদেশের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারকে হত্যার মধ্যে দিয়ে এই বাংলাদেশের আরো এক কালো অধ্যায় রচিত হয়।
পৃথিবীতে এমন জঘণ্যতম হত্যাকান্ড এ পৃথিবীর আর কোনো ইতিহাসে দেখা যায় নি। পরবর্তীতে ২১ টি বছর দেশের স্বাধীনতা বিরোধীরা এ দেশকে শাসন করে গেছে। ফলে যেভাবে রাষ্ট্র উন্নয়নের কথা ছিলো সেভাবে হয়নি। রবিবার (১৫ ডিসেম্বর) বিকেল ৪ টায় নগরীর ভুঁইয়ারবাগ এলাকাস্থ বিদ্যানিকেতন হাইস্কুল প্রাঙ্গণে এ মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত দুইদিন ব্যাপী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সকল কথা বলেন।
তিনি বলেন, বর্তমানে জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে দেশের হাল ধরেছেন আজকে সেই বাংলাদেশের উন্নয়ন বিশ্বের দুয়ারে রোল মডেল হিসেবে পরিণত হয়েছে। আমরা বিদ্যুৎ পাইনি, তিনবেলা খেতে পারিনি, ঠিকমত বেতন দিতে পারিনি। আজকে সাড়ে ১৬ কোটি মানুষ তিনবেলা ভাত খেতে পাচ্ছে এটা বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন।
তিনি আরো বলেন, এর মধ্যে প্রধানমন্ত্রী শত ষড়যন্ত্র, জঙ্গী, স্বাধীনতা বিরোধীদের চক্রান্ত মোকাবেলা করে এ দেশকে স্থিতিশীল অবস্থানে নিয়ে এসেছে। আজকে বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা বিরাজ করছে। আজকে হরতাল নাই, রাজনৈতিক হাঙ্গামা নাই,জঙ্গীদের আক্রমণ নাই। প্রধানমন্ত্রী এ সকল কিছু অত্যন্ত কঠোরভাবে এ সকল কিছু নিয়ন্ত্রণ করে দমন করেছে। বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য তিনি প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।
বিদ্যানিকেতন স্কুলের পরিচালনা পরিষদের সভাপতি ও সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক কাসেম হুমায়ুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক জসিমউদ্দীন, জেলা পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) মনিরুল ইসলাম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ্ কায়সারের মেয়ে ও বিশিষ্ট অভিনেত্রী শমী কায়সার। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন, অগ্রণী ব্যাংক লিমিটেডের পরিচালক মুক্তিযোদ্ধা ড. মো. ফরজ আলী।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা আমিনুর রহমান, উপ-পরিচালক, স্থানীয় সরকার বিভাগ জাহিদুল হক, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নিবার্হী এ এফ এম এহেতেশামুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) রেহেনা আক্তার, উপজেলা নিবার্হী কর্মকর্তা নাহিদা বারিক, নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালামসহ প্রমুখ।