মানসিক প্রতিবন্ধি যুবকের আত্মহত্যা

নারায়নগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা সংবাদদাতা ) : ফতুল্লায় মানসিক প্রতিবন্ধি যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার (২৪জুলাই) তার নিজ বাড়িতে আত্ম হত্যা করে। সে কাশিপুর ইউনিয়নের বারাকা নামক এলাকার বাসিন্দা মোক্তার হোসেনের ছেলে। ঘটনার সময় মাহবুব এর পিতা বাসায় ছিলেন না। ছিলেন ফরিদপুরে। তাকে বাড়ির ভাড়াটিয়ারা ফোন দিয়ে ঘটনা জানান।

প্রত্যক্ষদর্শী হোসাইনী নহর মসজিদের ইমাম ও বাড়ির ভাড়াটিয়া মো. ইউনুস বলেন, সকাল বেলা নামাজ পড়তে উঠে শুনি অনেক জোরে টিভির আওয়াজ হচ্ছে। তারপর পাশের ফ্লাটে জিজ্ঞেস করলে বলে, মাহাবুব এর ঘর থেকে আওয়াজ আসতাছে। পরে মাহাবুব এর ঘরে গিয়ে দেখি সে ফ্যান এর সাথে ঝুলে আছে। তারপর মোক্তার ভা্ই ও সবাইকে জানাই। এরপর পুলিশ এসে লাশ নামিয়ে নিয়ে যায়।

মাহাবুব এর পিতা মোক্তার হোসেন জানান, তার ছেলে মানসিক প্রতিবন্ধি। গতকাল রাতে তার সাথে রাত ১০টার দিকে ফোনে কথা হয়। তখন মাহাবুব বলে সে স্টেশনে আছে। কারণ জিজ্ঞেস করলে বলে এমনিতে ঘুরতেছি। এর আগেও কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছিল।

এ বিষয়ে ফতুল্লা থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তফা বলেন, লাশ ময়নাতদন্ত করে পরিবারে হস্তান্তর করেছি। পরিবার থেকে এখন পর্যন্ত কোনো অবিযোগ করে নাই। অভিযোগ করলে কদন্ত করা হবে।

add-content

আরও খবর

পঠিত