মানব কল্যাণ পরিষদের শোক সভা ও দোয়া

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : জিটিভির বার্তা বিভাগের নির্বাহী প্রযোজক মনিরুজ্জামান তুহিনের মাতা মরহুমা জামরুদা আক্তার, বাংলা টিভির সিনিয়র নিউজ প্রেজেন্টার কাজী সাঈদের মাতা মরহুমা কাজী শাহানারা ইসলাম ও ফটো সাংবাদিক মশিউর রহমানের পিতা মরহুম আব্দুল খোকন মিয়ার মৃত্যুতে রুহের মাগফেরাত কামনায় মানব কল্যাণ পরিষদের আয়োজনে ২১ ডিসেম্বর শনিবার দুপুরে সরকারি আই.ই.টি. উচ্চ বিদ্যালয় মিলনায়তনে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়ার সভাপতিত্বে শোক সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন, চ্যানেল ফোর টিভির প্রতিনিধি ও মৃত খোকন মিয়ার ছোট ছেলে আশিকুর রহমান সাজু, পদক্ষেপ পাঠাগারের সেক্রেটারী ইকবাল আহমেদ রিপন প্রমুখ।

শোক সভায় মনিরুজ্জামান তুহিন ও কাজী সাঈদ তাদের মা হারানো এবং সাজুর পিতার মৃত্যুর অনুভুতি প্রকাশের সময় এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারন ঘটে। সকলের চোখে মুখে কান্নার রোল পড়ে যায়।

এ সময় অন্যান্যের মধ্যে শোক সভা ও দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন মোহনা টেলিভিশনের নারায়ণগঞ্জ প্রতিনিধি আজমির ইসলাম, নারায়ণগঞ্জ বার্তা ২৪ প্রকাশক ও সম্পাদক এবং বেসকারি টেলিভিশন আনন্দ টিভির নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি সৈয়দ সিফাত আল রহমান লিংকন, বাংলা টিভির নারায়ণগঞ্জ প্রতিনিধি হাসান মজুমদার বাবলু, দৈনিক সকালের সময় নারায়ণগঞ্জ প্রতিনিধি শরীফুল ইসলাম সুমন, দৈনিক ডেসটিনির প্রতিনিধি ইউসুফ আলী প্রধান, ফটো সাংবাদিক নাদিম আহমেদ, মানব কল্যাণ পরিষদের সাংগঠনিক সচিব গুলজার হোসেন ভূইয়া, কার্যনির্বাহী সদস্য জিএম মোস্তফা, সমাজকর্মী শামীম, কবি মিতা প্রধান ও এইড ফর ম্যানের সেক্রেটারী সাইফুল ইসলাম নাদিম প্রমুখ। মৃত ব্যক্তিদের রুহের মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা শাব্বির আহম্মেদ।

add-content

আরও খবর

পঠিত