মানব কল্যাণ পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : মহান বিজয় দিবস উপলক্ষে মানব কল্যাণ পরিষদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় ১৫ ডিসেম্বর দুপুরে মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূইয়ার সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন রোটারীয়ান মজিবর রহমান, বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনের জেলা সভাপতি আব্দুস সালাম বেপারী, সম্প্রীতি সামাজিক সংগঠনের সভাপতি আবুল হোসেন, বিউটিশিয়ান মেহেরুন নেছা রূপা, সংগঠনিক ভাইস চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন ও অর্থ সচিব সাইফুল ইসলাম প্রমুখ।

বক্তরা বলেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ ঘটনা। স্বাধীনতার চেতনায় আমাদের সকলকে ঐক্যবদ্ধ ভাবে সামাজিক উন্নয়নে কাজ করে যেতে হবে। অনুষ্ঠানে সক্রিয় কর্মীদের মানবতার সেবায় কাজ করার উৎসাহ দিয়ে টি-শার্ট উপহার প্রদান করা হয়।

এসময় সভায় আরো উপস্থিত ছিলেন, রোটারীয়ান আব্দুল মোতালিব, শহীদুল আলম বাপ্পি, বিউটিশিয়ান ফাতেমা আক্তার মুক্তা, সমাজ কর্মী উমর ফারুক, ইউসুফ আলী প্রধান, সুলতানা পারভীন বিথী, শারমীন আলিফা রিমি, ফাহমিদা জান্নাত, মৌসুমী, ফাতেমা-তুজ-জোহরা প্রমুখ।

add-content

আরও খবর

পঠিত