মাদক বিরোধী সচেতন নাগরিক সমাজের মতবিনিময় অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : মাদক বিরোধী  সচেতন নাগরিক সমাজের উদ্যোগে মাদকের ভয়াবহতার প্রতিকার ও প্রতিরোধে আমাদের করণিও শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮মার্চ) বাদ আছর হাজীগঞ্জ আই.ই.টি সরকারি উচ্চ বিদ্যালয়ের মিলনায়তন কক্ষে এই সভার আয়োজন করা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা এডভোকেট নূরুল হুদা। সার্বিক পরিচালনায় ছিলেন সংগঠনের আহ্বায়ক মো. বদরুল হক, মহাসচিব আবু হাসান টিপু, যুগ্ম আহ্বায়ক মো. শফিকুল ইসলাম আরজু, খোকন রাজ, জুয়েল সহ প্রমুখ।

আমি জেগে গেছি, তুমি জাগো, সবাইকে জড়ো করো, মাদককে বলো ভাগো- এ স্লোগানকে সামনে রেখে হাজীগঞ্জ, তল্লা, পাঠানটুলী, আইলপাড়া (নতুন ও পুরাতন) পানিরকল, এমসার্কাস, কিল্লারপুর এলাকার সামাজিক ব্যক্তিত্ব, রাজনৈতিক ব্যক্তিসহ বিভিন্ন পেশাজীবি ব্যক্তিগন এসময় তাদের বক্তব্যে বলেন, আমরা সবাই মাদক প্রতিরোধে ঐক্যবদ্ধ হলে সমাজ থেকে মাদক নির্মূল করতে পারব। আমরা মাদকাসক্তদের নয় মাদককে ঘৃণা করবো। এসময় সকলের মতামতের ভিত্তিতে আগামী এপ্রিল মাসে মাদকের বিরুদ্ধে একটি গণ সমাবেশ করার সিদ্ধান্ত নেন তারা।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা-মহি, হাজী মোক্তার হোসেন, মুক্তিযোদ্ধা শাহ আলম, নূর হোসেন, সামছুদ্দিন প্রধান, এডভোকেট আলাউদ্দিন, মোস্তফা, গাজী শাহ আলম, সাখাওয়াত,  খোকন, মুক্তি, হালীম ব্যাপারী, নাট্যব্যক্তিত্ব খোকন, ইয়াসমিন, জীবন, রবিউল আলম বাদলসহ অন্যান্যরা।

add-content

আরও খবর

পঠিত