নারায়ণগঞ্জ বার্তা ২৪ : মাদক নির্মূলে খেলাধূলার বিকল্প নেই তাই যুবসমাজকে নিয়মিত মাঠে গিয়ে যে কোন খেলাধূলা করার আহবান জানিয়েছেন মহানগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল হোসেন। এ দেশের উন্নয়ন দেখে ষড়যন্ত্রকারীরা ঈর্ষান্বিত হয়ে বিদেশীদের সহযোগীতায় বিভিন্ন পন্থায় মাদক ঢুকিয়ে যুব সমাজসহ শিক্ষার্থীদের ধ্বংশ করার ষড়যন্ত্রে লিপ্ত তাই সবাইকে এ গুলো প্রতিহত করার আহবানও জানান জুয়েল হোসেন।
মঙ্গলবার সন্ধ্যায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দক্ষিণ র্যালী বাগান যুব সমাজের উদ্যোগে টিভিকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জুয়েল হোসেন একথা বলেন। গণবিদ্যা নিকেতন উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রঙ্গনে আয়োজিত খেলায় ক্লিনচকে ০-১ গোলে পরাজিত করে বিজয়ী হয়েছে মায়ের দোয়া স্পোটিং ক্লাব।
১৫নং ওয়ার্ড স্বেচ্ছোসেবকলীগ নেতা আবেদ হোসেরে সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবকলীগের মাকসুদ হোসেন রকি, দক্ষিণ র্যালী বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি সালাউদ্দিন গাজী, সহ-সভাপতি মুরাদ হোসেন, সাধারণ সম্পাদক মনির হোসেন সরদার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আব্দুল মান্নান মুন্না, দক্ষিণ র্যালী বাগান যুব কমিটির সভাপতি এ.বি. শামীম হোসেন। এসময় উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেকবলীগ নেতা শাফিন আহম্মেদ শাওন, মহানগর স্বেচ্ছাসেকবলীগের দপ্তর সম্পাদক রাকিবুল হাসান রেসিন, সহ-আইন বিষয়ক সম্পাদক সজীব মোল্লা, কার্যকরী সদস্য সোয়েব মাহমুদ। খেলার আয়োজনে ছিলেন কাজল, মিসেল, করিম, আবেদ, আকরাম, মমিন, মোহাম্মদ আলী। সার্বিক সহযোগীতায় ছিলেন সানিম তুহিন, অনিক, রয়েল, অনিক-২, শরীফ, সাগর ও ইয়াসিন।