মাদক তথাকথিত নেতাদের নেতৃত্বকে ধ্বংস করছে : এসপি হারুন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (  স্টাফ রির্পোটার  ) : পুলিশ সুপার হারুন অর রশীদ বলেছেন, মাদক ইয়াবা খাওয়ায় তথাকথিত নেতারা নেতৃত্বকে ধ্বংস করছে। ঐ সকল তথাকথিত নেতাদের বিরুদ্ধে আমাদের অবস্থান। আমরা সাধারণ মানুষের পক্ষে থাকতে চাই। আমরা নেতৃবৃন্দের পক্ষে থাকতে চাই। আমরা সেই লক্ষ্যেই কাজ করছি। আইন-শৃঙ্খলা বাহিনীর কাজ হচ্ছে মাদকের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে ।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ১৫ আগস্ট বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় রাইফেল ক্লাবে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের উদ্যোগে এ আয়োজন করা হয়। এসময় বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ এসব কথা বলেন।

তিনি বলেন, আমি ও জেলা প্রশাসক সহ নারায়ণগঞ্জের সকল নেতৃবৃন্দ ও জনসাধারণ মিলে নারায়ণগঞ্জকে সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত, জঙ্গী মুক্ত,  চাঁদা বাজ মুক্ত শান্তির শহর হিসাবে প্রতিষ্ঠিত করব। সে কাজটি আমরা করে যাচ্ছি এবং আগামী দিনগুলোতে এটা যদি আমরা করতে পারি তাহলে জাতির জনকের এবং মাননীয় প্রধানমন্ত্রীর যে শেষ ইচ্ছা, ইয়াবা মুক্ত, মাদক মুক্ত বাংলাদেশের স্বপ্ন পূরণ হবে এবং যোগ্য নেতৃত্ব তৈরি হবে।

পুলিশ সুপার আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী ও শোক দিবসে বিনম্র শ্রদ্ধা ভরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে স্মরণ করি । তার সাথে জাতির পিতার আদর্শকে সবার মাঝে ছড়িয়ে দেবার জন্য সকলের প্রতি আহবান জানাই ।

এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ জসিম উদ্দিন, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো. বাদল, র‌্যাব-১১ অধিনায়ক সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

add-content

আরও খবর

পঠিত