মাদকের সাথে জড়িত স্বেচ্ছাসেবকলীগের লোক হতে পারে না : জুয়েল

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদ দাতা ) : নারায়ণগঞ্জের ফতুল্লায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আরিফের উদ্যেগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম শুভ জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাফিলের আয়োজন করা হয়। ২৯ সেপ্টেম্বর রবিবার বিকালে ৫টায় ফতুল্লায় শিয়াচর তক্কার মাঠ এলাকায় উক্ত দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় ৮ পাউন্ডের একটি কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করা হয় এবং এরপরে সবার মাঝে মিষ্টি ও নিমকি বিতরণ করা হয়।

এ সময় আর্ন্তজাতিক বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহ-সভাপতি কাতার শাখা ও কাতার আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং নারায়ণগঞ্জ স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. আরিফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মো. জুয়েল হোসেন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম শুভ জন্মদিন উপলক্ষে মিলাদ ও মাহফিলে উপস্থিত হয়েছি। তার জন্মদিনে তাকে শুভেচ্ছা ও তার জন্য দোয়া কামনা করছি।

তিনি আরো বলেন, আমাদের স্বেচ্ছাসেবক লীগ নেতা আরিফের বিরুদ্ধে যে গভীর ষড়যন্ত্র চলছে এরকম আবার হলে দাঁত ভাঙ্গা ব্যবস্থা গ্রহন করবো। এছাড়া আমি মাদকের বিরুদ্ধে আগেও বক্তব্য রেখেছি। মাদকের সাথে জড়িত কোন লোক স্বেচ্ছাসেবক লীগের হতে পারে না। যেখানে প্রধানমন্ত্রী বলেছেন মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে সেখানে সবার উচিত ঐক্যবদ্ধ হয়ে কাজ করা।

বিশেষ অতিথির বক্তব্যে ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফরিদ আহমেদ লিটন বলেন, আমাদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে ব্যবস্থা গ্রহন করবো। প্রধানমন্ত্রীর জন্মদিনে সবার কাছে তার জন্য দোয়া কামনা করছি। তার জন্য সবাই দোয়া করবেন তিনি যেন দেশের উন্নয়নের জন্য এভাবেই কাজ করে যেতে পারে।

এসময় বিশেষ অতিথি হিসেবে নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম ও দৈনিক ভোরের সমাচারের সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বলেন, সাংবাদিক শুধু সংবাদ প্রকাশই নয়, পাশাপাশি দেশ ও জনকল্যানের জন্য আমরা কাজ করবো। আপোশহীন নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে আমরা প্রতিজ্ঞা করি সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে আমরা স্বেচ্ছাসেবক লীগ নেতা আরিফের পাশে থাকবো।

এ সময় সবাইকে ধন্যবাদ জানিয়ে সভাপতিত্বে মো. আরিফ বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিনে সুস্থতা ও দীর্ঘয়ু কামনা করছি। তিনি যেন উন্নয়নের দিকে দেশকে এভাবেই এগিয়ে নিয়ে যেতে পারে। প্রধানমন্ত্রীর আহŸানে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাস, মাদক, ও জঙ্গীবাদের বিরুদ্ধে কাজ করতে হবে। এসময় আরও বক্তব্য রাখে, স্থানীয় মাতবর মাহতাব মন্ডল, দেশ পত্রিকার সম্পাদক আলমগীর।

অন্যান্যদের মধ্যে এ সময় আরো উপস্থিত ছিলেন,  নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগের আইন বিষয়ক সম্পাদক সজিব মোল্লা, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগের ধর্ম বিষয়ক সম্পাদক রাকিব মিয়া, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগের কার্যকরি সদস্য আবু সিদ্দিক বাবু, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সদস্য মো. আফসার, ফতুল্লা স্বেচ্ছাসেবক লীগ নেতা নোমান ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র সাংবাদিক জহির আলম সিকদার।

add-content

আরও খবর

পঠিত