মাদকের সাথে উচুঁ স্তরের কিছু মানুষরা জড়িত : এসপি হারুন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হারুন অর রশীদ বলেছেন, নারায়ণগঞ্জে যে সকল সমস্যা আছে তার মধ্যে মূল হচ্ছে মাদক। আপানারা জানেন মাদকের সাথে উচুঁ স্তরের কিছু কিছু মানুষরা জড়িত যার কারনে আমরা সঠিক প্রমান পাচ্ছিনা। কিন্তু তারা যে মাদক ব্যবসা করে তার সুস্পষ্ট প্রমান আমাদের কাছে রয়েছে, তাদের সম্পর্কে আমাদের পুলিশ সদস্যরা খোঁজ খবর নিচ্ছে। যে সকল সাধারণ মানুষ ভয়ে কথা বলতে পারতোনা তারাও আমাদের কাছে আসছে। শুক্রবার (পহেলা মার্চ) সকাল সাড়ে ১১ টায় পুলিশ মেমো রিয়াল ডে উপলক্ষ্যে র‌্যালী শেষে শহীদ মিনারে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আমরা পুলিশের যারা কাজ করি প্রতিনিয়ত সন্ত্রাস, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করি। অভিযান পরিচালনা করতে গিয়ে অনেক পুলিশ আহত হয়, অনেক শহীদ হয়। হলি আর্টিজোনের কথা সকলেরই জানা। আমরা তারপরও আইন শৃঙ্খলা রক্ষার্থে প্রতিনিয়ত আমাদের পুলিশ সদস্যরা সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। দায়িত্ব পালন করতে গিয়ে যারা মারা যায় তাদের স্মরণে আমরা এই মেমোরিয়াল ডে কে পালন করে থাকি। তাদের পরিারের খোজ খবর নিয়ে থাকি। এই লক্ষ্যে আমরা পুস্পস্বক অর্পন করেছি, র‌্যালী করেছি। একই সাথে নারায়ণগঞ্জ সহ সারাদেশে এই দিবসটি পালন করা হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. নূরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সুবাস সাহা, অতিরিক্ত পুলিশ সুপার (ক অঞ্চল) মো. মেহেদী ইমরান সিদ্দিকী, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম, ফতুল্লা মডেল থানার ওসি শাহ মঞ্জুর কাদির, নারায়ণগঞ্জ ট্রাফিক ইনর্চাজ মো. শরফুদ্দিন, ডিআইও-২ মো. সাজ্জাদ রোমন, ইন্সপেক্টর মো: সেলিম মিয়া, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা।

add-content

আরও খবর

পঠিত