নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ-৫ আসনে চারবারের নির্বাচিত প্রয়াত সাংসদ নাসিম ওসমানের কবর জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল নারায়ণগঞ্জ জেলা মাইক্রোবাস ও ট্যাক্সি মালিক সমিতির নব গঠিত কমিটি। শুক্রবার (৬ নভেম্বর) বিকালে নগরীর মাসদাইরস্থ সিটি করপোরেশন কবরস্থানে জিয়ারত শেষে মিলাদ ও দোয়া করা হয়। নারায়ণগঞ্জ জেলা মাইক্রোবাস ও ট্যাক্সি মালিক সমিতি কমিটির প্রধাণ উপদেষ্টা হলেন প্রয়াত সাংসদ নাসিম ওসমানের পুত্র আজমেরী ওসমান।
এসময় উপস্থিত ছিলেন, নাসিম ওসমান স্মৃতি দু:স্থ ও জনকল্যান ফাউন্ডেশনের সভাপতি তরিকুল ইসলাম লিমন, নব কমিটির সভাপতি মো. আমির হোসেন ডালিম, কার্যকরি সভাপতি নূর মোহাম্মদ, সহ সভাপতি মো. আবুল হোসেন, রফিকুল ইসলাম, দ্বীণ ইসলাম খোকা, দ্বীণ ইসলাম দীলা, সাধারণ সম্পাদক আবুল হাসেম রিংকু, যুগ্ম সম্পাদক মো. শামসুজ্জামান রকি, সহ সম্পাদক গোলাম সারোয়ার, মো. মনির হোসেন, আলী আক্কাছ, মো. শাহজাহান, সাংগঠনিক সম্পাদক একে ইমন, সহ সাংগঠনিক সম্পাদক শোখ জানে আলম হিরো, কোষাধ্যক্ষ মো. ওমর ফারুক, সহ কোষাধ্যক্ষ মারুফ হোসেন, দপ্তর জাহাঙ্গির প্রধান, প্রচার সম্পাদক মো. নুরুল আমিন, সমাজ কল্যান সম্পাদক মো. আলআমিন।
এছাড়াও ছিলেন, শ্রমিক কমিটির সভাপতি জামাল হোসেন, কার্যকরি সভাপতি মুকুল মিয়া, সহ-সভাপতি মো. ফজলুল হক বদু, সহ-সভাপতি আলমগীর, সাধারণ সম্পাদক নাসির হোসেন, সহ-সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, আক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক বাবুল সহ নারায়ণগঞ্জ জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আবু তাহের, সাধারণ সম্পাদক মোস্তফা ভান্ডারী, কোষাধ্যক্ষ মো. মোস্তফা মিয়া, দূরপাল্লা পরিবহণ ও কোচ শ্রমিক ইউনিয়ন এর সভাপতি সাইদুর রহমান সেন্টু, যুগ্ম সম্পাদক অমিতাব সরকার, প্রচার সম্পাদক নয়ন, সমাজ কল্যান সম্পাদক সবুজ, সমাজ কল্যান বিষয়ক যুগ্ম সম্পাদক এসহাক প্রমুখ। জামাল, ইসহাক প্রমূখ।