মহানগর যুবদলের সাথে পুলিশের ধস্তাধস্তি, কর্মসূচী পন্ড

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ২৭ অক্টোবর রবিবার সকাল ১০ টায় নারায়ণগঞ্জ মহানগর যুবদলের নেতা-কর্মীরা বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এসে জমায়েত হতে শুরু করে। এ সময়ে পুলিশ নেতা-কমীদের বাধা দিলে নেতা-কর্মীদের সাথে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়।

নারায়গঞ্জ মহানগর যুবদল কর্তৃক ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশ ও র‌্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা এড. তৈমূর আলম খন্দকার।
সভাপত্বিত করেন মহানগর যুবদলের সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।

পুলিশী বাধার মধ্যেই প্রধান অতিথি চেয়ারপার্সনের উপদেষ্ঠা এড. তৈমূর আলম খন্দকার বলেন, দেশ আজ পুলিশী রাস্ট্রে পরিনত হয়েছে। আইন আদালতও আজ বন্দী, যার প্রমান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কারাবাস। এভাবে একটি দেশ চলতে পারে না।দেশটাই এখন কারাগার।জনগনের ভাগ্য নিয়ে সরকার জুয়া খেলছে।তিনি অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দাবী করেন।

এ সময় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসকুল ইসলাম রাজীব, মহানগর যুবদলের সাধারন সম্পাদক মমতাজ উদ্দিন মন্তু, সাংগঠনিক সম্পাদক রশিদুর রহমান রশো, সহ-সভাপতি সানোয়ার হোসেন, আক্তার হোসেন খোকন শাহ, জুয়েল প্রধান, জুয়েল রানা, আমির হোসেন, ইছালউদ্দিন ইশা, রিটন দে, ইউনুছ খান বিপ্লব, নাজমুল কবীর নাহিদ প্রমুখ। পরে পুলিশী বাধা অতিক্রম করে মিছিলটি নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। পুলিশী হামলায় মহানগর যুবদলের ১০ জন নেতা-কর্মী আহত হয়।

add-content

আরও খবর

পঠিত