নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ফটোসাংবাদিক জামাল তালুকাদারের মাতা মরহুম হামিদা বেগম স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(০১ মার্চ) বিকেলে ৭২নং এসডি রোড কুমুদিনী বাগানে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় মরহুম হামিদা বেগমসহ পরিবারের অন্যান্য মরহুম সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
উক্ত মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন ৭২নং এসডি রোড কুমিদিনী বাগানস্থ মদিনা জামে মসজিদের ইমাম ও খতিব মো. এনায়েত উল্লাহ। এসময় উপস্থিত ছিলেন, উক্ত মসজিদের মোয়াজ্জেম আব্দুল মালেক, অগ্রবাণী প্রতিদিন ও নারায়ণগঞ্জ ডট নিউজ অনলাইন পোর্টালের চীফ ফটোসাংবাদিক জামাল তালুকাদার, তার ছেলে সিয়াম তালুকদার, সাইদুর নবী, মো. খলিল, মো. মন্টু মিয়া, মো. আলী, মো. নূর হোসেন, মো. শাহাজাদা, মো. বাবুল, মো. সানী, নারায়ণগঞ্জ ডট নিউজ অনলাইন পোর্টালের ফটোসাংবাদিক মো. রাজু হোসেন, নারায়ণগঞ্জ প্রতিদিন অনলাইন পোর্টালের ফটোসাংবাদিক মো. রিপন, জয়, শান্ত, মো. হালিমসহ এলাকার মুরুব্বি ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
উল্লেখ্য যে, শনিবার(০৯ ফেব্রুয়ারী) সন্ধায় ফটোসাংবাদিক জামাল তালুকদার ও ফটোসাংবাদিক মাসুদ তালুকদারের মাতা হামিদা বেগম(৯০) বার্ধক্যজনীত কারণে মৃত্যুবরণ করেন। রোববার(১০ ফেব্রুয়ারি ) সকাল ১১টায় কুমুদিনি বাগান জামে মসজিদে সংলগ্ন সড়কে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে মাসদাইর কবরস্থানে মরহুমার লাশ দাফন করা হয়।