নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ বডি বিল্ডিং এসোসিয়েশন (এনবিএ) এর সম্মানিত সভাপতি মফিজুল ইসলাম গত দুই দিন আগে অসুস্থ হয়ে পরায় বারডেম হসপিটালে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক তার হার্ট ব্লক হওয়ার কথা বলেন এবং দ্রুত অপারেশন করতে বলেন, গতকাল তার হার্ট এর অপারেশন করে হার্টে দুইটি রিং বসানো হয়। তাই তার রোগমুক্তি কামনায় ও দ্রুত সুস্থ হয়ে পরিবার পরিজন এর মাঝে ফিরে আসে। আর তাই রবিবার (১৩ জানুয়ারি) নারায়ণগঞ্জ বডি বিল্ডিং এসোসিয়েশন (এসবিএ) এর আয়োজনে দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, এলাকার মুরুব্বি ও সম্মানিত ব্যক্তিগন এবং নারায়ণগঞ্জ এর বেশকিছু জিম ওনারস। এছাড়াও আরো ছিলেন এনবিএ এর সাধারণ সম্পাদক আলী আফজাল সুখন সহ সকল সদস্যগন।