মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন এটিএম কামাল ও আবুল কালাম

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদ দাতা ) :  আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ এড. আবুল কালাম-৫ এবং সাধারণ সম্পাদক এটিএম কামাল-৩ আসনের প্রার্থী হয়ে দলীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। ১২ নভেম্বর সোমবার বেলা সাড়ে ১১ টায় ঢাকার পল্টন কার্যালয় থেকে তারা মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

সাবেক সাংসদ এড. আবুল কালাম এর রাজনৈতিক মামলায় কোর্টে হাজিরা থাকার কারনে তার পক্ষে মনোনয়নপত্র ফরম সংগ্রহ করেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল, সহ-সভাপতি ফখরুল ইসলাম মজনু, সাংগঠনিক সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, সহ-সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবুল কাউছার আশা।

একই সাথে নারায়ণগঞ্জ-৩ আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল।

এ সময় আরো উপস্থিত ছিলেন, মহানগর বিএনপি নেতা নজরুল ইসলাম সরদার, মাহমুদুর রহমান মাসুম, মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা আরাফাত চৌধুরী, কামাল উদ্দিন জনি, মো. আমানত, মেহেদী হাসান, আলমগীর হোসেন আলম, শাহ রিয়ার চৌধুরী ইমন, মাকিদ মোস্তাকিম শিপলু, আব্দুল হাসিব, সাইদুর রহমান বাবু, যুবদলের সিনিয়র সহ সভাপতি মনোয়ার হোসেন শোখন, মহানগর যুবদল নেতা নাজমুল হক রানা মোস্তাফিজুর রহমান পাবেল, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদল সাধারণ সম্পাদক মমিনুর রহমান বাবু, সহ-সভাপতি শফিকুল ইসলাম, সিরাজ উদ্দিন প্রধান দর্পন, যুগ্ম-সম্পাদক আলীনুর, মুক্তাদির হোসাঈন রিদয়, প্রচার সম্পাদক আমান সিকদার, সহ-দপ্তর সম্পাদক হাসানু জ্জামান লিমন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

add-content

আরও খবর

পঠিত