নারায়ণগঞ্জ বার্তা ২৪ : এবার মধ্যবিত্তের পরিবারের জন্য খাদ্য সহায়তা প্রদান করেছে অরাজনৈতিক সংগঠন গলাচিপা সুহৃদ সামাজিক সংঘ। শুক্রবার রাতের আধাঁরে ঘরে ঘরে গিয়ে এ খাদ্য সহায়তা পৌছে দেয় সংগঠনের নেতৃবৃন্দ। করোনা প্রার্দুভাবের সংকট প্রতিরোধে নিম্নবিত্তদের পাশপাশি এবার মধ্যবিত্ত পরিবারে মাঝে এ সহায়তা দেয়া হয়েছে।
জানা গেছে, বিভিন্ন সময় এ সংগঠনের মাধ্যমে নানা উদ্যোগ গ্রহণ করে থাকে তারা। এরই ধারাবাহিকতায় লজ্জায় মুখ বুঝে থাকা অভাবি পরিবারকে নিরবে নিভৃতে এসব সামগ্রী দেয়া হচ্ছে। এসময় উপস্থিত ছিলেন, রাকিব হাসান, মো. তন্ময় আনিস, মিরাজ, নাদিমুল হক প্লাবন, রুবেল হাসান প্রমুখ।