নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) সকালে ফতুল্লায় নিরাপদ খাদ্যের দাবীতে মানববন্ধন করবে সর্বস্তরের জনগন। নিরাপদ খাদ্য আন্দোলন বাংলাদেশের ব্যানারে মানব বন্ধন অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। মানব বন্ধনে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন আয়োজকরা।
দেশে দিন দিন খাদ্যে রাসায়নিক পদার্থের প্রয়োগ বাড়ছে। এতে মানুষ বিভিন্ন জটিল ও কঠিন রোগে আক্রান্ত হচ্ছে। বিভিন্ন খাদ্য পন্যে মেশানো হচ্ছে, ফরমালিন, আর্সেনিক, ক্যাডমিয়াম, লেড, ইকোলাই, হাইড্রোজেন পার অক্সাইড, পোড়া মবিল, রং, সোডিয়াম কার্বাইড, ইথাইলিন, ক্যালসিয়াম কার্বাইড, হাইড্রোজ, ডিডিটি ইত্যাদি। বিভিন্ন তথ্যে এমনটিই উঠে এসেছে। প্রতিনিয়ত হাসপাতালগুলোতে বাড়ছে রোগী। খাদ্যে ভেজালের বিরুদ্ধে নিরাপদ খাদ্য আন্দোলন বাংলাদেশ মানববন্ধনের আয়োজন করেছে ফতুল্লায়। আগামীকাল ২৬ ফেব্রুয়ারী সকাল ১০টায় ফতুল্লা মডেল থানার সামনে কবি, সাংবাদিক, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশাজীবী মানুষ অংশ গ্রহণ করবে বলে জানা গেছে।