নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ইসলামী আন্দোলন বাংলাদেশ নারয়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ ও সেক্রেটারি মুহা. সুলতান মাহমুদ গন্যমাধ্যমে এক বিবৃতিতে বলেন, ফেসবুকে মহানবী (সা:) কে কটূক্তি করা নিয়ে ভোলায় সাধারণ তৌহীদি জনতা বিক্ষোভ সমাবেশ করে। পুলিশ সাধারণ মুসল্লিদের উপর উপর্যুপুরি গুলি চালালে চার জন নিহত ও প্রায় দেড় শতাধিক আহত হয়। এ ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমাদের প্রাণের নবী (সা.) কে নিয়ে কটুক্তি করা হবে আর আমরা তৌহিদী জনতা ঘরে বসে থাকবো, তা হবে না। সাধারণ জনতার উপর পুলিশের গুলি কখনই মেনে নেয়া যায় না। ২০ অক্টোবর রবিবার এক সভায় নেতৃদ্বয় এ কথা বলেন।
তারা আরো বলেন, পুলিশের গুলি কি এতটাই সস্তা হয়ে গেল ! নিরস্ত্র বিক্ষুব্ধ জনতার উপর গুলি চালিয়ে ৪ জনকে মেরে ফেললো !! জনগণের কি নিজেদের আবেগ অনুভূতি প্রকাশ করার অধিকারটুকুও নেই !!! আমরা ধিক্কার জানাচ্ছি পুলিশের এই হীন কাজের জন্য। কার নির্দেশে গুলি চলেছে তা খুঁজে বের করে অবিলম্বে সরকারকে এর বিচার করতে হবে। অন্যথায় সর্বস্তরের জনতার গণআন্দোলন কখনও দমন করা সম্ভব হবে না।