ভোটের ফেরিওয়ালারা ইতোমধ্যেই রাজনৈতিক মাঠ দখল করে ফেলেছে : মাহমুদ

নারায়ণগঞ্জ বার্তা ২৪  : নারায়ণগঞ্জ-৪ আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনীত প্রার্থী জননেতা কমরেড মাহমুদ হোসেন বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোট কেনার ফেরিওয়ালারা ইতোমধ্যেই রাজনৈতিক মাঠ দখল করে ফেলেছে। ওনারা জনগণকে মিথ্যা প্রলোভন দিয়ে বোকা বানিয়ে ধোকা দিতে চায়। গত ১০ বছরের আওয়ামী দু:শাসনে দেশবাসী এতই অতিষ্ট যে, নগদ অর্থ কিংবা  সুখের সাগরে ভাসিয়ে দেয়ার নতুন কোন প্রলোভনে এবার আর মানুষ প্রতারিত হবেন না।

তিনি আরো বলেন, দেশ জুড়েই এখন দিন বদলেন হাওয়া বইছে। জনগণ আওয়ামী লীগের বিকল্প চায়, আমরা জনগণকে একথা স্বরণ করিয়ে দিতে চাই যে, আওয়ামী লীগের বিকল্প বিএনপি নয়। বরং তারা মুদ্রার এপিঠ আর ওপিঠ। অর্থাৎ রাষ্ট্র পরিচালনায় এক ও অভিন্ন। আর তাই আওয়ামী লীগ আর বিএনপির বিকল্প হিসাবে বাম-প্রগতিশীল ধারার দেশ প্রেমিক রাজনৈতিক শক্তিকেই বিকল্প হিসাবে বেছে নিতে হবে। এছাড়া নির্বাচন নির্বাচন খেলা করে দেশ, জাতী ও মানুষের ভাগ্যের কোন পরিবর্তন হবে না।

২৩ নভেম্বর শুক্রবার সকালে বিসিক ১নং গেইট সংলগ্ন দলীয় কার্যালয়ে শ্রমিক নেতা হেলিম সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী কর্মী সভাতে মাহমুদ হোসেন এসব কথা বলেন।

পার্টির নির্বাচনী প্রতিক কোদাল মার্কায় ভোট আহবান করে এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য বাংলাদেশ টেক্সটাইল গার্মেস্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নারায়ণগঞ্জ জেলা কমিটির অন্যতম নেতা শ্রমিকনেতা এড. মাহাবুবুর রহমান ইসমাইল, আইয়ুব আলী, রোকসানা বেগম,  আল আমীন, মোহাম্মদ আলী, সুমন হাওলাদার ও প্রমূখ।

add-content

আরও খবর

পঠিত