নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রির্পোটার ) : বন্ধুদের নিয়ে নদীতে গোসল করতে গিয়ে প্রাণ হারালো রকিবুল (২৪) নামে এক যুবক। শুক্রবার (১৯ জুলাই) বেলা ৩টায় হাজিগঞ্জ খেয়াঘাটের পাশে তার মরদেহটি ভেসে উঠে। গতকাল দুপুরে নবীগঞ্জস্থ শীতলক্ষ্যা নদীতে এ ঘটনা ঘটে।
নিখোঁজ রকিবুল খানপুর এলাকায় আত্মীয়ের বাড়িতে থাকত। ফতুল্লার শিবুমার্কেট এলাকায় একটি ওয়ার্কশপে কাজ করতো। এর আগে ১৭ জুলাই শীতলক্ষ্যায় গোসল করতে গিয়ে স্রোতে তলিয়ে যায় রকিব।
জানা গেছে, সেদিন রকিবুল দুপুরে কয়েকজন বন্ধুর সাথে শীতলক্ষ্যায় গোসল করতে নামে । রকিবুল ও তার আরেক বন্ধু নদীর পাড়ে নোঙর করা জাহাজ থেকে নদীতে ঝাপ দিতে থাকে। এক পর্যায়ে তার বন্ধুকে স্রোতের টানে ভেসে যেতে দেখে জাহাজ থেকে লাফিয়ে বন্ধুকে বাঁচাতে এগিয়ে যায় রকিবুল। পরে স্রোতের টানে কুলিয়ে উঠতে না পেরে নিজেই পানিতে তলিয়ে যায়।