নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : ভূমিদস্যু, মাদক, সন্ত্রাস, যানজটমুক্ত একটি সুন্দর নারায়ণগঞ্জ জেলা উপহার দিতে চান বলে জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ বিপিএম (বার) পিপিএম (বার)। । ২১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যেগে আয়োজিত আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ১৯৫২ সালে ভাষা আন্দোলনে নারায়ণগঞ্জ থেকে সূথিগাথা হয়। নারায়ণগঞ্জ এর কৃতি সন্তান যাদের মাধ্যমে ১৯৫২ সালের ভাষা আন্দোলন শুরু হয় তারা হলেন মরহুম ওসমান আলী, সামসুদ্দোহা, মমতাজ বেগম সহ আরো অনেকে । তাদের ভুমিকা অনস্বীকার্য। ১৯৪৮ সালে ভূট্টো যখন বললেন উর্দূ হবে রাষ্ট্রভাষা তখন সারা বাঙ্গালীরা জেগে উঠেছিল। আমার মায়ের ভাষা বাংলা। আমরা হাওরের মানুষ। ১৯৫২ সালে ভাষা আন্দোলনের মাধ্যমে স্বাধীনতা যুদ্ধের বীজবপন করা হয়।
এছাড়াও পৃথিবীর ১৮৮ দেশে বাংলা ভাষাকে আন্তর্জাতিক ভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে। জাতির জনক বঙ্গবন্ধুকে ১৯৫২ সাল হতে কারা বরণ করতে হয়েছে। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এবং ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমাদের এ স্বাধীনতা অর্জন হয়েছে। ১৯৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করে জামাত শিবিরের লোকজন ঘাপটি মেরে বসে আছে। আজ বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃত।
পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, নারায়ণগঞ্জ জেলা পুলিশকে সহায়তা করুন। আমরা পেশাদারিত্বের সহিত কাজ করে নারায়ণগঞ্জ থেকে মাদক, ঝুট সন্ত্রাস, ভূমিদস্যু, জঙ্গীবাদ ও বালু সন্ত্রাস যানজটমুক্ত একটি সুন্দর নারায়ণগঞ্জ জেলা উপহার দিতে চাই।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জসিম উদ্দীন হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রাব্বী মিয়া। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি খালেদ হায়দার খান কাজল, নারায়ণগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রুমন রেজা।