ভুয়া জন্ম নিবন্ধন ও পাসপোর্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেফতার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রির্পোটার ) : র‌্যাবের বিশেষ অভিযানে মো. হেদায়েতুর রহমান (৪৫) ও মো. ইব্রাহীম (৩০) নামে ভুয়া জন্ম নিবন্ধনের মাধ্যমে পাসপোর্ট জালিয়াতি চক্রের ২ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ দল। ৯ অক্টোবর বুধবার দিবাগত রাতে ঢাকার ফকিরাপুল ও মতিঝিল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ৬০টি ভুয়া জন্মসনদপত্র, ১০টি ভুয়া জাতীয় পরিচয়পত্র, ৭টি পাসপোর্ট ও জালিয়াতির কাজে ব্যবহৃত ১টি মনিটর, ১টি সিপিইউ এবং ১টি স্ক্যানার জব্দ করা হয়।

১০ অক্টোবর বৃহস্পতিবার রাতে র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী এক সংবাদ বিবৃতে জানান, গ্রেফতারকৃতদের জিজ্ঞাবাদে জানা যায় আটককৃত হেদায়েতুর রহমান উক্ত জালিয়াতি চক্রের মূলহোতা। আটককৃত ইব্রাহীম ফকিরাপুলে একটি কম্পিউটার কম্পোজের দোকানের কর্মচারী এবং সে উক্ত জালিয়াতির চক্রের সহযোগী। গ্রেফতারকৃত হেদায়েতুর রহমানের বাড়ী কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন কাকারা গ্রামে। সে দীর্ঘ ১ যুগ ধরে ঢাকার ফরিকাপুল এলাকায় বসবাস করে আসছে। শুরুতে পাসপোর্ট অফিসের অফিসের দালালি ও ভিসা প্রসেসিং এর কাজ করলেও পরবর্তীতে পাসপোর্ট জালিয়াতি চক্রের সাথে জড়িয়ে পড়ে। তার বাড়ী কক্সবাজার জেলাতে হওয়ায় কক্সবাজার এলাকায় কয়েকজন পাসপোর্টের দালাল চক্রের সাথে তার ঘনিষ্ঠতা তৈরী হয়। কক্সবাজারে উক্ত পাসপোর্টের দালাল চক্রগুলো মূলত মায়ানমারের বাস্তচ্যুত নাগরিকদের (রোহিঙ্গা) ভুয়া পাসপোর্ট তৈরীর মাধ্যমে বিদেশ যাওয়ার সুযোগ করে দিত। সম্প্রতি কক্সবাজার জেলার জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট তৈরীতে সরকারী বিধি নিষেধের কারণে উক্ত এলাকার জালিয়াতি চক্রগুলো হেদায়েতুর রহমানের মাধ্যমে ঢাকায় পাসপোর্ট  তৈরী করত। ঢাকায় হেদায়েতুর রহমানে ঘনিষ্ট সহযোগী হিসেবে কাজ করত তার ভাতিজা সুমন। হেদায়েত কক্সবাজার ও অন্যান্য এলাকায় দালাল চক্রের চাহিদা মোতাবেক ভাতিজা সুমনের মাধ্যমে ব্যক্তির নাম, ঠিকানা ও জন্ম তারিখ দিয়ে নারায়ণগঞ্জ জেলার আজিম নামের এক ব্যক্তির নিকট হতে অনলাইন জন্ম নিবন্ধন সংগ্রহ করত। প্রতিটি অনলাইন জন্ম নিবন্ধনের জন্য ১৩০০ টাকা দিত।

তিনি আরো বলেন, গ্রেফতারকৃতদের বিরূদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে এবং এই জালিয়াতি চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য,  এর গত ১১ সেপ্টেবর বুধবার নারায়ণগঞ্জ জেলার পাসপোর্ট অফিসের পাশে র‌্যাব-২ এর অভিযানে আজিম গ্রেফতার হয়। র‌্যাব-২ এর দায়েরকৃত মামলায় বর্তমানে আজিম জেল হাজতে রয়েছে।

add-content

আরও খবর

পঠিত