নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের পুলিশ সুপার হারুন অর রশিদ বলেছেন, গণমাধ্যমেই খবর এসেছে যে দুইজন ব্যবসায়ীকে আমরা পুলিশ ধরে মামলা দিয়েছি। অথচ এ ধরনের কোন ঘটনাই ঘটে নাই। এ ঘটনার কারণেই ব্যবসায়ীরা আসবেন বলা হয়েছিল। কিন্তু এমপি সাহেব (সেলিম ওসমান) নিজেই বলেছেন কোন মামলাও হয়নি। এ ধরনের ঘটনা ঘটেনি। এটা একটা ভুল বোঝাবুঝি ছিল। সমাজে কিছু মানুষ আছে যারা ধাক্কাধাক্কি খোঁচাখুচি করে। মঙ্গলবার (৯ এপ্রিল) বেলা সাড়ে ১২টায় জেলা পুলিশ সুপার কার্যালয়ের আসন্ন লাঙ্গলবন্দ স্নান উদযাপন পরিষদের নেতৃবৃন্দদের সাথে এক প্রস্তুতিমূলক সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমি চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি। নারায়ণগঞ্জের ৫ জন সংসদের কারো সাথে আমার কোন দ্বিমত নেই। তাদের সঙ্গে কোন বিষয় নিয়ে আমার দ্বিমত নাই। তাই এখানে কোন বরফই নাই ।
পুলিশ সুপার আরো বলেন, আমরা আইনশৃঙ্খলা রক্ষায় আমাদের কাজ করছি। আমরা জুয়ার আসর, মদের আসর, তেল চোরদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছি। অনেক সময় আমরা মিস গাইড হতে পারি। আমাদেরকে ভুল তথ্য প্রদান করতে পারে। আমরা যখন বুঝতে পারি তখন সাথে সাথে চেষ্টা করি। এরপরও যদি ভুলক্রমে কেউ আটকে যায় তাহলে কোর্ট থেকে তাকে জামিন করিয়ে আনবেন।
এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ একেএম সেলিম ওসমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ নুরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) সুবাস চন্দ্র সাহা, অতিরিক্ত পুলিশ সুপার (ক অঞ্চল) মেহেদী ইমরান সিদ্দিকী, এফবিসিসিআইয়ের পরিচালক প্রবীর কুমার সাহা, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম, ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন, বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শাহীন শাহ্ পারভেজ, মহাতীর্থ লাঙলবন্দ স্নান উৎসব উদযাপন পরিষদের সভাপতি সরোজ কুমার সাহা, মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার, যুগ্ম সম্পাদক উত্তম সাহা প্রমূখ।