ভিজিডি কার্ড বিতরণ কর‌লেন চেয়ারম্যান আসাদুজ্জামান

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা প্রতিনিধি ) : ফতুল্লা এনায়েতনগর ইউনিয়ন পরিষদে নারীদের মাঝে ভিজিডি কার্ড বিতরণ করা হয়েছে। গতকাল দুপুর ১ টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এনায়েত নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান এ কার্ড বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, প্যানেল চেয়ারম্যান কামরুল ইসলাম, সংরক্ষিত মহিলা প্যানেল চেয়ারম্যান রোজিনা আক্তার, ইউপি সচিব মো. দিদার হোসেন, ইউপি মেম্বার আতাউর রহমান প্রধান, ইসলাম মেম্বার, মো. বাতেন মেম্বার সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় এনায়েত নগর ইউপি চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বলেন, এই কার্ড প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার। তিনি জনসাধারণের দু:খ বুঝেন তাই এই ক্ষুদ্র উপহার সংসদ সদস্য শামীম ওসমানের মাধ্যমে আপনাদের হাতে তুলে দিচ্ছেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের মাধ্যমে ১৩৫ জন নারীর হাতে ভিজিডি কার্ড তুলে দেয়া হয়। কার্ড প্রতি ৩০ কেজি করে চাল প্রদান করা হয়।

add-content

আরও খবর

পঠিত