নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন-এই প্রতিপাদ্য বিষয় নিয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পুষ্টি মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ২৭ এপ্রিল ) সকাল ১০ টায় ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মো. আসাদুজ্জামান মেলা উদ্বোধন করে সকলকে খাদ্যে সচেতনতায় জোর আহ্বান জানান।
নারায়ণগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার আমিনুল হকের সঞ্চালনায় পুষ্টি মেলায় আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মো. সাকির হোসেন, ডিএইচএস স্বপন দেবনাথ ও মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া।
পুষ্টি মেলায় অতিথিরা বলেন, পুষ্টিহীনতা দূরীকরণে সচেতনতার পাশাপাশি আন্তরিক হতে হবে এবং নিরাপদ খাদ্য ও পুষ্টি নিরাপত্তা জোরদার করে নারায়ণগঞ্জ জেলাজুড়ে পুর্ষ্টি সচেতনতা বৃদ্ধি করার আহ্বান জানান।