নারায়ণগঞ্জ বার্তা ২৪ : পবিত্র মাহে রমজান উপলক্ষে ছিন্নমূল, অসহায় দুস্থ ও ভাসমান মানুষের মাঝে সাহরীতে খাবার বিতরণ করলো নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এ্যাডভোকেট আবু হাসনাত মো. শহিদ বাদল (ভিপি বাদল)। বিদ্যমান করোনা পরিস্থিতিতে লকডাউন বিবেচনায় নিজ অর্থায়নে প্রতিদিনের ন্যায় ২৭ই এপ্রিল মঙ্গলবার মধ্যরাতে সাহরীর আগে এই খাবার বিতরণ করা হয়।
ভিপি বাদল জানান, মাননীয় প্রধানমন্ত্রী ও মানবতার বাতি ঘর শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক গণমানুষের জন্য কিছু করার চেষ্টা করছি। সব সময়ই দলের নির্দেশনা মোতাবেক সাধ্যানুযায়ী মা, মাটি ও মানুষের জন্য কাজ করে থাকি এবং করোনা মহামারির সময়ও স্বাস্থ্যবিধি মেনে অসহায় মানুষের জন্য কাজ করছি। সমাজের বিত্তবানদের অনুরোধ জানাবো এই ক্রান্তিলগ্নে আপনারা মানুষকে সহায়তা করুন। সকলে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলুন এবং সর্তক ও সাবধান থাকুন। আসুন সকলে আল্লাহর নিকট বেশী বেশী দোয়া করি। নিশ্চই মহান আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন।
এ সময় শহরের চাষাড়ার রাস্তার ফুটপাতে, রেল ও নৌ স্টেশন এলাকা সহ শহরের বিভিন্ন স্থানে দুই শতাধিক ছিন্নমূল, অসহায় দুস্থ ও ভাসমান মানুষের মাঝে এই খাবার বিতরণ করা হয়। এ সময় নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আলমগীর হোসেনসহ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।