নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : একুশের প্রথম প্রহরে বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদেরকে স্মরণ করলো নারায়ণগঞ্জবাসী। মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এদিন রবিবার রাত ১২ টা ১ মিনিটে চাষাঢ়া শহীদ মিনারে প্রথমেই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মো.মোস্তাইল বিল্লাহ। এর পর জেলা প্রশাসনের পরপরই একুশের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধার্ঘ্য দেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ প্রশাসন। পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলমের নেতৃত্বে এ সময় শহীদ বেদিতে পুস্পস্তবক অর্পণ করা হয়।
এরপর পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন লেডিস ক্লাব ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি নাসরিন সুলতানা সহ নেতৃবৃন্দ। পরে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগ পৃথকভাবে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এছাড়াও এরপর একে একে প্রথম প্রহরে ফুল দেয় শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে সাংবাদিকদের প্রিয় সংগঠন নারায়ণগঞ্জ সিটি প্রেস ক্লাব তথা মহানগর প্রেসক্লাব নেতৃবৃন্দ, জেলা জাতীয় পার্টি, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, নাসিক কাউন্সিলর এর নেতৃবৃন্দ, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্র সমাজ, ছাত্রদল, নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন, নারায়ণগঞ্জ জেলা কারাগার, নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, এলজিইডি সহ অন্যান্য রাজনৈতিক ও সামাজিক এবং ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদল, মহানগর আওয়ামলীগের সহ-সভাপতি ও পাবলিক প্রসিকিউটর এড. ওয়াজেদ আলী খোকন, নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিক, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি খালেদ হায়দার খান কাজল, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজনু, যুবলীগ নেতা এহসানুল হাসান নিপু, জেলা পূজা উদযাপন পরিষদ এর সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবু, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল হোসেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ সাফায়াত আলম সানি, নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ রোমন রেজা, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আলমগীর হোসেন, যুবলীগ নেতা ইমন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।