নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম, শায়েখে চরমোনাই বলেন, বাংলাদেশে অনেক অঞ্চলে এখনও গ্যাস সরবরাহ করা সম্ভব হয় নি, তাছাড়াও ঢাকার বিভিন্ন এলাকায় গ্যাস থেকেও থাকছে না। নিজের দেশেই এখনও পর্যাপ্ত গ্যাস সরবরাহ করতে পারছে না আবার ভারতকে গ্যাস দিবে সেটা মেনে নেয়া যায় না। দু:খের বিষয় হলো বিদেশ থেকে গ্যাস এনে ভারতকে দিবে, এদিকে দেশের মানুষ গ্যাসশূন্য। এতে প্রতীয়মান হয় যে, বর্তমান সরকারের নিজের দেশের চাইতে ভারত প্রীতি অনেক বেশি। ফেনী নদীর পানি দেয়ার যে চুক্তি করা হয়েছে সেটা জনগণ কখনই মেনে নিবে না। অবিলম্বে এই চুক্তি বাতিল করতে হবে। ভারতের সাথে স্বাক্ষরিত চুক্তি দেশ বিরোধী।
১৩ অক্টোবর রবিবার বিকাল ৩টা হীরা কমিউনিটি সেন্টারে নগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহর সভাপতিত্বে ও সেক্রেটারি সুলতান মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন ২০১৯ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক মাও. লোকমান হোসাইন জাফরী, নগর সহ-সভাপতি মুহা. নূর হোসেন, মুহা. শাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক মাও. শামসুল আলম, প্রশিক্ষণ সম্পাদক মুফতি সাইফুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি গিয়াসুদ্দীন মুহাম্মাদ খালিদ, ইসলামী শ্রমিক আন্দোলন মহানগরের সভাপতি আলহাজ¦ শেখ হাসান আলী, ইশা ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুহা. ইমদাদুল হক প্রমুখ।
মুফতি ফয়জুল করিম আরো বলেন, বুয়েটের মেধাবী ছাত্র আবরার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় দেশের সকল ছাত্র সমাজ ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এর সমুচিত জবাব দিতে বাধ্য হবে।
বিশেষ অতিথি তার বক্তব্যে বলেন, দেশের স্বার্থবিরোধী কোন চুক্তি করলে সেটা শোভনীয় হবে না। তিনি শিক্ষাঙ্গনে সকল সন্ত্রাসীদের দমন করাসহ ছাত্রদের নিরাপত্তা জোরদার করার জন্য সরকারের প্রতি উদাত্ত আহবান জানান।