ভারতের ক্যাপ্টেন বল‌লেন হি‌ন্দি, বাংলাদেশের ক্যাপ্টেন ইংরেজি, ভু‌লে‌নি মাতৃভাষা !

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে চ্যাম্পিয়ন বাংলাদেশ । ভারতকে তিন উইকেটে হারিয়ে জুনিয়র টাইগারদের প্রথম বারের মতো আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের শিরোপা জয়ের পর একে একে যখন উপস্থাপক অধিনায়কদেরকে অনুভূতি ব্যক্ত করার আহ্বান জানান তখন বাংলাদেশে দলের ক্যাপ্টেন আকবর আলী সাবলীল ভাবেই ইংরেজিতে কথা বলেন।

অন্যদিকে, ভারতের ক্যাপ্টেন প্রিয়ম গর্গ হিন্দিতে কথা বলেন। আর একজন দোভাষী তার কথা ইংরেজিতে অনুবাদ করে দর্শকদের উদ্দেশে শোনান।

শিরোপা জয়ী অধিনায়ক হিসেবে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে এসে আকবর জানালেন নিজের প্রতিক্রিয়া। উপস্থাপক ইয়ান বিশপের অনুমতি নিয়ে সমর্থকদের উদ্দেশ্যে বাংলায় জানান কৃতজ্ঞতা। তিনি বলেন, এখানে যারা উপস্থিত হয়েছেন তারা আজকে ছিলেন আমাদের দ্বাদশ খেলোয়াড়।

ভারতের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জ মোকাবিলার উচ্ছ্বাস আকবরের কণ্ঠে, জানতাম, ভারত সহজে হার মানবে না। তারা চ্যালেঞ্জিং দল। বুঝতে পেরেছিলাম রান তাড়া করা কঠিন হবে। আমি সবকিছু চাপমুক্ত রাখার চেষ্টা করেছি। টুর্নামেন্টের প্রথম দিকে আমি ব্যাট করার সুযোগ খুব একটা পাইনি এবং আজ আমি সেটাকে স্মরণীয় করে রাখতে চেয়েছিলাম।

রোববার (৯ ফেব্রুয়ারি) দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের স্নায়ুক্ষয়ী ফাইনালে চারবারের চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। ফাইনালে ভারতকে বৃষ্টি আইনে হারিয়ে ট্রফি জিতলো যুবা টাইগাররা।

১৭৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ভারতীয় যুবাদের ৩ উইকেটে হারিয়েছে আকবর আলীর দল। প্রথমে ব্যাট করে ৪৭.২ ওভারে ১৭৭ রান করে অলআউট হয় ভারত। জবাবে ডার্ক লুইস পদ্ধতিতে ৪৬ ওভারে নেমে আসা ম্যাচে ৪২.১ ওভারে ১৭০ রান করে বাংলাদেশ।

যেকোনো ধরণের ক্রিকেটে এবারই প্রথম বিশ্ব চ্যাম্পিয়ন হলো টাইগাররা। এর আগে জাতীয় দল হোক বা বয়সভিক্তিক, এমনকি মেয়েদের ক্রিকেটেও কখনো বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারেনি বাংলাদেশ। ২০১৬ সালে ঘরের মাটিতে আয়োজিত বিশ্বকাপে প্রথমবারের মতো সেমিফাইনাল খেলেছিল তারা।

সেই সঙ্গে ভারতের উপর একটি প্রতিশোধও নিল যুব টাইগাররা। এই ভারতের বিপক্ষেই সর্বশেষ এশিয়া কাপের ফাইনালে ৫ রানে হেরেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এছাড়া বাংলাদেশ জাতীয় দলও এশিয়া কাপের ফাইনাল ও নিদাহাস ট্রফিতে জয়ের খুব কাছাকাছি গিয়েও হেরে যায় ভারতের বিপক্ষে। তবে এবার ইতিহাস থেকে শিক্ষা নিয়ে ঠিকই ভারতকে বড় মঞ্চে হার উপহার দিল টাইগাররা।

add-content

আরও খবর

পঠিত