ভবিষ্যতে সংগঠন বিরোধী কর্মকান্ডে না জড়ানোর শর্তে ক্ষমা পেলেন কালাম

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : ভবিষ্যতে সংগঠন বিরোধী কর্মকান্ডে না জড়ানোর শর্তে ক্ষমা পেয়েছেন সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মাহফুজুর রহমান কালাম। গত ২১ অক্টোবর বাংলাদেশ আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের স্বাক্ষরিত একটি চিঠিতে এ তথ্য জানা গেছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্ধিতার অভিযোগে সংগঠনের গনঠতন্ত্রের ৭ (ক) ধারা অনুযায়ী আপনাকে কারন দর্শানোর নোটিশের জবাব বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ বিবেচনা করছে।

আপনি সংগঠন বিরোধী কর্মকান্ডের কথা স্বীকার করে বাংলাদেশ আওয়ামীলীগ সভাপতি দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এমপির নিকট ক্ষমা প্রার্থনা করেছেন এবং ভবিষ্যতে সংগঠনের, নীতি ও আর্দশ পরিপন্থী কোন কার্যকালাপে সম্পৃক্ত হবেন না মর্মে লিখিত অঙ্গীকার ব্যক্ত করেছেন।

বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের নিকট প্রেরিত জবাব পর্যালোচনা করে এবং ভবিষ্যতে সংগঠনের স্বার্থ পরিপন্থী কার্যক্রম ও শৃঙ্খলা ভঙ্গ না করার শর্তে আপনার প্রতি ক্ষমা  প্রদর্শন করা হলো।

প্রসঙ্গত, গত উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার মনোনয়নপ্রাপ্ত দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করায় গত ৬ অক্টোবর উপজেলার আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালামকে কেন্দ্র থেকে নোটিশ প্রদান করা হয়।

add-content

আরও খবর

পঠিত