বয়স্ক ও প্রতিবন্ধীদের ভাতা বই বিতরণ করলেন কাউন্সিলর বি‌ন্নী

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩, ১৪ ও ১৫নং ওয়ার্ডে বয়স্ক ও প্রতিবন্ধী ভাতা বই বিতরণ করেছেন সাবেক প্যানেল মেয়র ও নাসিক কাউন্সিলর শারমিন হাবিব বিন্নী। ৯ আগস্ট রবিবার সকাল ১১টায় শহরের উকিলপাড়ায় নিজ কার্যালয়ে এসব ভাতা বই বিতরণ করেন তিনি।

এ সময় কাউন্সিলর বিন্নী বলেন, বয়স্ক ও প্রতিবন্ধী ভাতা এ সরকারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বয়স্ক ও প্রতিবন্ধীদের অসহায়ত্বের কথা বিবেচনা করেই তাদের জন্য ভাতার ব্যবস্থা করেছে সরকার। যা দিয়ে তারা নিজেদের ক্ষুদ্র চাহিদা গুলো পূরণে সক্ষম হবে।

তিনি আরো বলেন, বয়োজ্যেষ্ঠ ও প্রতিবন্ধীরা আমাদেরই পরিবারের সদস্য। তাদের প্রতি পরিবারের অন্যান্য সদস্যদের একটু আলাদা যত্নবান হওয়া উচিৎ। তাদের সাথে এমন কোন আচরণ করা যাবে না যাতে তারা কষ্ট পায়। এ সময় আরো উপস্থিত ছিলেন, সমাজকল্যাণ কর্মকর্তা রুহুল আমিন, আবেদ আলী মোল্লা প্রমূখ।

add-content

আরও খবর

পঠিত