নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : বড় ভাইদের ছাড় দেওয়া হবে না এমন মন্তব্য করে নারায়ণগঞ্জ পুলিশ সুপার হারুন অর রশীদ বিপিএম ও পিপিএম বার বলেছেন, কোন ভূমিদস্যু কোন মাদক ব্যবসায়ী পর্দার অন্তরালে অপতৎপরতা চালাবেন আর বড় ভাইদের পরিচয় দিবেন এটা হবে না। আমরা অবশ্যই ব্যবস্থা নিব এবং সেই কাজ আমাদের চলছে। নারায়ণগঞ্জে সেভেন মার্ডার হয়েছে, বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে। এ সকল ঘটনার উদ্দেশ্য একটাই নানা অপতৎরতা। প্রতিটি এলাকায় যে সকল গডফাদার রয়েছেন যারা মাদক ব্যবসায়ী ও ভূমিস্যুদেরকে প্রশ্রয় দেন তাদের বিরুদ্ধে আমরা সঠিক তথ্য নিচ্ছি। আমরা যখনই হাতে নাতে প্রমাণ পাব তখনই তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। আমরা মাদকের গডফাদারদের ধরতে পারি নাই কিন্তু কিছু কিছু মাদক ব্যবসায়ীদেরকে আমরা ধরতে পারছি।
মাদক ব্যবসায় ভূমিদস্যুদের বিরুদ্ধে আমাদের এই অভিযান চলবে। এই অভিযানে এমপি শামীম ওসমান আমাদেরকে সমর্থন করেছেন। তিনি মাদকের বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলেছেন। জনপ্রতিনিধিরাও আমাদেরকে সহযোগিতা করেছেন।
পহেলা মার্চ পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষে শুক্রবার দুপুরে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে সাংবাদিকদের সাথে এক মতবিনিময়ে তিনি এসব কথা বলেন। এর আগে পুলিশ সুপার কার্যালয়ের বেদিতে ফুল দিয়ে শহীদ পুলিশদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। বেলা ১১ টায় একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি পুলিশ সুপার কার্যালয় থেকে প্রধান সড়ক প্রদক্ষিন করে শহীদ মিনারে এসে শেষ হয়।
তিনি আরো বলেন, নারায়ণগঞ্জে মাদক, সন্ত্রাস ও ভূমিদস্যু রয়েছে। যাদের বিরুদ্ধে ইতোমধ্যেই ব্যবস্থা নিয়েছি। আমাদের যে অভিযান চলছে সে অভিযানকে এমপি শামীম ওসমানও সমর্থন দিয়েছেন। সাংবাদিক সহ সকলেই আমাদের সমর্থন দিচ্ছেন। আমরা চাই নারায়ণগঞ্জে জানযটের সমস্যা লাগব করতে। পুলিশের বিরুদ্ধে অনেক অভিযোগ ছিলো, তাই সিভিল টিম বন্ধ করে দেয়া হয়েছে। আমি এসে একজন ওসির বিরুদ্ধেও ব্যবস্থা নিয়েছি। সুতরাং অপরাধী যে ই হউক কাউকে ছাড় দেয়া হবে না। আড়াইহাজার পুলিশের মাঝে গুটি কয়েক পুলিশের জন্য আমাদের সব পুলিশের বদনাম হবে তা মেনে নিব না।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. নূরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সুবাস সাহা, অতিরিক্ত পুলিশ সুপার (ক অঞ্চল) মো. মেহেদী ইমরান সিদ্দিকী, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম, ফতুল্লা মডেল থানার ওসি শাহ মঞ্জুর কাদির, নারায়ণগঞ্জ ট্রাফিক ইনর্চাজ মো. শরফুদ্দিন, ডিআইও-২ মো. সাজ্জাদ রোমন, ইন্সপেক্টর মো: সেলিম মিয়া, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা।