ব্যাপারিদের যেকোন হাটে পশু নামানোর অধিকার রয়েছে : এসপি হারুন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রির্পোটার ) : কোরবানির পশুর হাটে কোন প্রকার অরাজকতা করতে দেয়া হবে না তাছাড়াও পশুর হাটকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে কোন ধরণের সন্ত্রাসী, চাঁদাবাজি ও পশুবাহি গাড়ি ছিতাইয়ের চেষ্টা করা হলে কাউকে ছাড় দেয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ। ৫ আগস্ট  সোমবার বেলা সাড়ে ১২ টায় শহরের কেন্দ্রীয় লঞ্চ ও বাস টার্মিনাল এলাকার আইন শৃংখলা পরিস্থিতি পরিদর্শন শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এসকল কথা বলেন।

তিনি আরো বলেন, ব্যাপারিদের যেকোন হাটে পশু নামানোর অধিকার রয়েছে। তাছাড়া এর আগে কি হয়েছে ভুলে যান, এবার তা হবে না। কোরবানির পশুর ব্যাপারিরা তাদের পছন্দ মতো যে কোন হাটে পশু নামানোর অধিকার ও পূর্ণ স্বাধীনতা রয়েছে। তাদের স্বাধীনতায় যদি কেউ হস্তক্ষেপ করে বা জোর করে পশু নামিয়ে রাখার চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থ নেয়া হবে।

এছাড়াও তিনি সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় এ ধরণের ঘটনার চেষ্টার অভিযোগে কয়েকজনকে সন্ত্রাসী ও চাঁদাবজির মামলায় গ্রেফতার করার কথাও জানান। পশুর হাটের ইজারার টেন্ডারের ব্যাপারেও পুলিশের তৎপরতার কথা উল্লেখ করে পুলিশ সুপার জানান, সদর উপজেলায় এমন এক ঘটনায় মামলা নিয়েছি, ২ আসামী গ্রেফতার করা হয়েছে।

তিনি আরো বলেন, ঈদুল আযহা উপলক্ষে হকারমুক্ত ফুটপাত, যানজটমুক্ত সড়ক সহ সার্বিক পরিস্থিতি মোকাবেলা ও আইনশৃংখলা নিয়ন্ত্রনে রাখতে পুলিশের বেশ কয়েকটি মেবাইল টীম শহরে এবং শহরের বাইরেও স্বার্বক্ষণিক নিয়োজিত রয়েছে। মানুষের ঈদযাত্রা যাতে স্বস্তির হয় এবং যাত্রাপথে কেউ যাতে ছিনতাই চাঁদাবাজির শিকার না হন সে বিষয়টিও পুলিশের নজরদারিতে রয়েছে।

এছাড়া ঈদুল আযহার জামাতগুলোকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জেলা পুলিশ প্রশাসন প্রস্তুত রয়েছে বলেও জানান পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ। এর আগে পুলিশ সুপার ডেঙ্গু প্রতিরোধে বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দর কর্তৃপক্ষ আয়োজিত পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন।

এ সময় বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদীবন্দরের যুগ্ন-পরিচালক শেখ মাসুদ কামাল, উপ-পরিচালক মো: শহীদুল্লাহ, সহকারি পরিচালক এহতেশামুল পারভেজ, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলম ও আবদুল্লাহ আল মামুন (অপরাধ) সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন ।

add-content

আরও খবর

পঠিত