নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ব্যরিষ্টার পারভেজ আহামেদসহ দুইজনকে আসামী করে একটি মামলা দায়ের করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। মঙ্গলবার (২৫ ডিসেম্বর) দুপুরে এস আই কাজী এনামুল বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলা নং ৬৮।
এফ জে সৌরভ নামে আরেক ব্যক্তিকে মামলার আসামী করা হলেও তাঁর পিতা ও ঠিকানা অজ্ঞাত দেখানো হয়েছে।
মামলার বাদী কাজী এনামুল জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইলেকট্রনিক্স বিন্যাস ব্যবহার করে ফেসবুক একাউন্টের মাধ্যমে রাষ্ট্রের ভাবমুর্তি ক্ষুন্ন করার অপরাধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করা হয়েছে।
তিনি আরো জানান, মামলার প্রধান আসামী ব্যরিষ্টার পারভেজকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
এর আগে গতকাল সোমবার (২৪ ডিসেম্বর) সন্ধায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে থেকে ব্যরিষ্টার পারভেজকে গ্রেফতার করেছিল ফতুল্লা পুলিশ।