নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সদর প্রতিনিধি ) : বাঙ্গালীদের প্রানের উৎসব পহেলা বৈশাখ। এবারের বৈশাখ পালনে প্রস্তুত নারায়ণগঞ্জে’র ব্যসায়ীরা। প্রচ্যের ড্যান্ডিখ্যাত নগরী নারায়ণগঞ্জে’র দেওভোগে ২৪৫ বছরের ইতিহাস ধরে রাখতে হালখাতা উৎসব পালনে প্রস্তুতি নিয়েছে শ্রী শ্রী লক্ষী নারায়ণ জিউর আখড়া কর্তৃপক্ষ। সনাতন ধর্মালম্বি
ব্যবসায়ীরা সারা দেশের ন্যায় বাংলা বছরের প্রথম দিন অর্থাৎ পহেলা বৈশাখে হালখাতা উৎসব আয়োজনে নিয়েছে নানা কর্মসূচী। এতে করে ব্যবসায়ীরা পুরানো খাতা বন্ধ করে নতুন খাতায় হিসাব শুরু করার মধ্যে দিয়ে পালন করবেন এবারের নববর্ষ। হিন্দুদের পাশাপাশি মুসলমান ব্যবসায়ীরাও নববর্ষের উৎসব আয়োজনে সমান তালে পালন করবেন বলেও জানা যায়।
১৯৭৭ সালে জেলার দেওভোগ শ্রী শ্রী লক্ষী নারায়ণ জিউর আখড়ার নামের অংশ থেকেই নারায়ণগঞ্জ’র নাম করন করা হয়। বর্ষবরনে এ জেলার রয়েছে ২৪৫ বছরের ইতিহাস। বছরের প্রথম দিনে মিষ্টি মুখের মাধ্যমে বাকির খাতা বন্ধ করে দিয়ে নতুন হিসাব খোলা হয়। প্রতিবারের মত এবারেও সপ্তাহব্যাপী চলবে মেলা। শিশুদের জন্য থাকবে বিভিন্ন ধরনের রাইডারসহ আকর্ষনীয় খেলনার দোকান। পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকেও নেয়া হয়েছে বর্ষবরনের নানা আয়োজন।
পহেলা বৈশাখে এবারে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উদ্যোগে ৭দিন ব্যাপী আলী আহম্মেদ চুনকা পাঠাগারে গ্রন্থমেলা, চিত্রকলা, আলোকচিত্র প্রদর্শনী এবং চারুকলা ইনিস্টিটিউিট প্রঙ্গনে মেলা চলবে। পাশাপাশি শনিবার (১৪ এপ্রিল) ভোর সাড়ে ৫টায় প্রভাতী অনুষ্ঠান, সকাল ৯টায় মঙ্গল শোভাযাত্রা, চারুকলা ইনিস্টিটিউট সংলগ্ন মুক্তমঞ্চ এবং চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রঙ্গনে বিকাল ৩টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।