নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নগর সংবাদদাতা ) : শহরের মিড টাউন মার্কেটের স্বনামধন্য ব্যবসায়ী সোহেল মাহাম্মুদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ মে) বাবুরাইল তাতীঁপাড়া এলাকার নিজ শাহান শাহ , সলিমুল্লাহ সেলিম, বাবুল আহাম্মেদ, টিটূ চৌধুরি, মনির হোসন, প্রমুখ এই আয়োজন করেন।
ইসলামের দিক নির্দেশনা উপর আলোচনায় ছিলেন মাওলানা হেসাম উদ্দিন (চিস্তী ) । ইফতার পৃর্বে দেশের শান্তি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা হেসাম ইদ্দিন (চিস্তী)। এছড়াও উপস্থিত ছিলেন, শাহান শাহ, সলিমুল্লাহ সেলিম, বাবুল আহাম্মেদ, টিটূ চৌধুরি , মনির হোসেন সহ সোহেলের ব্যবসায়ীগন ও এলাকার বিশিষ্ট ব্যক্তির্গ।