ব্যপক আনুষ্ঠা‌নিকতায় সম্পন্ন হল গা‌জি ই‌ভেন্ট এর শারদীয় মেলা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে গা‌জি ই‌ভেন্ট প্লানার এর আ‌য়োজ‌নে আনুষ্ঠা‌নিকভা‌বে সম্পন্ন হল শারদীয় মেলা-২০১৯। গত ৭  সে‌প্টেম্বর শ‌নিবার থে‌কে শুরু হওয়া এই মেলা‌টি  চ‌লে সোমবার পর্যন্ত। নগরীর উ‌কিল পাড়াস্থ পাল‌কি কন‌ভেনশন হ‌লে মেলার  আ‌য়োজন করা হয়।ব্যপক আনুষ্ঠা‌নিকতায় সম্পন্ন হল গা‌জি ই‌ভেন্ট এর শারদীয় মেলা

মেলা‌টির শুভ উ‌দ্বোধন ক‌রেন নারায়ণগঞ্জ-৫  ( সদর  ও বন্দর )  আস‌নের চারবা‌রের র্নিবাচিত জাতীয়  সংসদ সদস্য বীর মু‌ক্তি‌যোদ্ধা না‌সিম ওসমা‌নের  স্ত্রী পারভীন ওসমান। এসময় তি‌নি মেলার  প্র‌তি‌টি স্টল ঘু‌রে দে‌খেন ও কুশল  বি‌নিময় ক‌রেন।

এছাড়াও গা‌জি ই‌ভে‌ন্টের পক্ষ থে‌কে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে পারভীন ওসমান সহ বি‌শেষ অ‌তি‌থি, উ‌দ্যোক্তা ও  মি‌ডিয়া পার্টনা‌রকে সম্মাননা ক্রেস্ট  প্রদান ক‌রেন আ‌য়োজক গা‌জি শা‌কিল।ব্যপক আনুষ্ঠা‌নিকতায় সম্পন্ন হল গা‌জি ই‌ভেন্ট এর শারদীয় মেলা

এ‌দি‌কে শার‌দিয় মেলা‌ উৎসব উপ‌ভোগ কর‌তে প্র‌তি‌দিনই ছিল লক্ষ করার মত ক্রেতা সমাগম। তরুন ও অনলাইন ব্যবসাায়ীদের অংশগ্রহ‌নে মেলাটি প্র‌তি‌দিন সকাল ১০ টা  থে‌কে রাত ১০ পর্যন্ত সক‌লের জন্য উন্মুক্ত ছিল।

মেলায় গ্রাহক‌দের জন্য ছিল নানা আকর্ষন ও ৫০% পর্যন্ত ছাড়। প্রথমবারের মত ছিল বিউটি কোড, যেখা‌নে পেত বিভিন্ন পার্লার থেকে স্বল্প মূল্য বিউটি সার্ভিস এবং বুকিং  দিলে ৩০%-৫০% ডিসকাউন্ট এর সুবিধা। ব্যপক আনুষ্ঠা‌নিকতায় সম্পন্ন হল গা‌জি ই‌ভেন্ট এর শারদীয় মেলা

এছাড়াও দেশি-বিদেশি শাড়ি, থ্রিপিস, গহনা, কসমেটিকস, জুতা, ব্যাগ, হোম মেড খাবার, লাইভ কিচেন, ফুচকা, পানিপুরি, চা-কফি, আইসক্রিম, জুস বার, পেইন্টিং, সাইফুর্স ইংলিশ কোচিং, নিটা ইত্যাদি।

মেলায় ঘুরে ‌কেনাকাটার পর ক্রেতা‌দের জন্য প্রোফেশনাল ফোটগ্রাফার দি‌য়ে ফ্রী ফটোশুট ও মেহেদী আর্ট ক‌রে‌ছেন সকলের চেনা জানা আর্টিস্ট সুলতানা রা‌জিয়া ও তার টিম।মেলায় কেনাকাটা করে ( সর্বনিম্ন ৫০০টাকা ) জিতে নিয়ে‌ছেন প্রতিদিন-প্রতিঘন্টায় আকর্ষণীয় সব পুরস্কার।

add-content

আরও খবর

পঠিত