নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে গাজি ইভেন্ট প্লানার এর আয়োজনে আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হল শারদীয় মেলা-২০১৯। গত ৭ সেপ্টেম্বর শনিবার থেকে শুরু হওয়া এই মেলাটি চলে সোমবার পর্যন্ত। নগরীর উকিল পাড়াস্থ পালকি কনভেনশন হলে মেলার আয়োজন করা হয়।
মেলাটির শুভ উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৫ ( সদর ও বন্দর ) আসনের চারবারের র্নিবাচিত জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমানের স্ত্রী পারভীন ওসমান। এসময় তিনি মেলার প্রতিটি স্টল ঘুরে দেখেন ও কুশল বিনিময় করেন।
এছাড়াও গাজি ইভেন্টের পক্ষ থেকে প্রধান অতিথি হিসেবে পারভীন ওসমান সহ বিশেষ অতিথি, উদ্যোক্তা ও মিডিয়া পার্টনারকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন আয়োজক গাজি শাকিল।
এদিকে শারদিয় মেলা উৎসব উপভোগ করতে প্রতিদিনই ছিল লক্ষ করার মত ক্রেতা সমাগম। তরুন ও অনলাইন ব্যবসাায়ীদের অংশগ্রহনে মেলাটি প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ১০ পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত ছিল।
মেলায় গ্রাহকদের জন্য ছিল নানা আকর্ষন ও ৫০% পর্যন্ত ছাড়। প্রথমবারের মত ছিল বিউটি কোড, যেখানে পেত বিভিন্ন পার্লার থেকে স্বল্প মূল্য বিউটি সার্ভিস এবং বুকিং দিলে ৩০%-৫০% ডিসকাউন্ট এর সুবিধা।
এছাড়াও দেশি-বিদেশি শাড়ি, থ্রিপিস, গহনা, কসমেটিকস, জুতা, ব্যাগ, হোম মেড খাবার, লাইভ কিচেন, ফুচকা, পানিপুরি, চা-কফি, আইসক্রিম, জুস বার, পেইন্টিং, সাইফুর্স ইংলিশ কোচিং, নিটা ইত্যাদি।
মেলায় ঘুরে কেনাকাটার পর ক্রেতাদের জন্য প্রোফেশনাল ফোটগ্রাফার দিয়ে ফ্রী ফটোশুট ও মেহেদী আর্ট করেছেন সকলের চেনা জানা আর্টিস্ট সুলতানা রাজিয়া ও তার টিম।মেলায় কেনাকাটা করে ( সর্বনিম্ন ৫০০টাকা ) জিতে নিয়েছেন প্রতিদিন-প্রতিঘন্টায় আকর্ষণীয় সব পুরস্কার।