নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নগর সংবাদদাতা ) : ২০০১ সালের ১৬ জুন চাষাড়াস্থ আওয়ামীলীগ অফিসে বোমা হামলায় নিহত সকল শহীদের প্রতি অয়ন ওসমানের পক্ষে জেলা ও মহানগর ছাত্রলীগ ফুল দিয়ে গ্রভীর শ্রদ্ধাঞ্জলী জানিয়েছেন। রবিবার (১৬ জুন) সকালে চাষাড়া শহীদ মিনারে শহীদদের নিয়ে নির্মিত স্তম্ভে এ শ্রদ্ধা জ্ঞাপন করেন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সভাপতি আজিজুর রহমান আজিজ, সাধারণ সম্পাদক আশরাফুল ঈসমাইল রাফেল, মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ, মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক নাসিম মাহমুদ তপন, ছাত্রলীগ নেতা সাখাওয়াত হোসেন সুমিত, শুভ রায়, আহাম্মেদ কাউছার, আসাদুজ্জামান আসাদ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা তামিম ইসলাম জয়, সাদ্দাম হোসেন ঝিতু, দান, ফুতল্লা থানা ছাত্রলীগ নেতা শাহরিয়ার রেজা হিমেল, দ্বীন ইসলাম, রাসেল প্রধান সহ জেলা ও মহানগর ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।