বেতন-বোনাস না পাওয়ায় শ্রম অধিদপ্তরে কর্মচারী ইউনিয়নের স্মারক প্রদান

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিনিধি ) : শতভাগ বেতন-বোনাস না পওয়ায় শ্রম অধিদপ্তরের সহযোগীতা চেয়ে স্মারকলিপি প্রদান করেছে নারায়ণগঞ্জ দোকান ও প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়ন। গতকাল দুপুরে চাষাঢ়া অবস্থিত কলকারখানা শ্রম অধিদপ্তরের সামনে অবস্থান নেয় ইউনিয়নের নেতৃবৃন্দ। পরে ডি.আই.জি.সমন বরুয়া এর সাথে সাক্ষাত হলে স্মারকলিপি তুলে দেন সংগঠনের সভাপতি মো. মোজামেমল হক ও সাধারণ সম্পাদক তুলসী ঘোস।

এসময় সংগঠনের নেতারা জানায়, মালিকরা তাদের কর্চারীদের শতভাগ বেতন-বোনাস দিচ্ছে না। করোনাকালে মালিকরা কোন খোঁজখবর কিংবা সহযোগীতার হাত বাড়ায়নি। বরং লকডাউন শিথিল অবস্থায় দোকান খুলে দেয়া হলে কর্মচারীরা তাদের কর্মস্থলে যোগ দিয়ে দায়িত্ব পালন করেছেন। কিন্তু ঈদ উপলক্ষেও মালিক পক্ষ তাদের কোন বোনাস দেয়নি। পাশাপাশি ৪০-৫০ পার্সেন্ট বেতন দিয়ে অনেককে ছাটাই করা হচ্ছে। এতে করে পরিবার নিয়ে অসহায় জীবন কাটছে কর্মচারীদের। মালিকদের কাছে একাধিকবার গিয়ে তারা কোন সমাধান পায়নি। তাই এর সমাধানে শ্রম অধিদপ্তরের সরনাপন্ন হয়েছে।

এদিকে কলকারখানা শ্রম অধিদপ্তর ডি.আই.জি.সমন বরুয়া এসকল বিষয় প্রতিকারের জন্য মালিকদের সাথে কর্মচারীদের একটি বৈঠক করার ব্যবস্থা করার পরামর্শ দেন। এছাড়াও পুরো বিষয় জেনে পরবর্তিতে পদক্ষেপ গ্রহন করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।

ওইসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, সংগঠ‌নের সভাপতি মোজাম্মেল হক, সহ সভাপতি মুক্তার হোসেন, সাধারণ সম্পাদক তুলসী ঘোষ সহ সাধারণ সম্পাদক সপন প্রধান, সাংগঠ‌নিক সম্পাদক এ‌কে পিন্টু, প্রচার সম্পাদক সৌরভ প্রদান, কেশিয়ার মো.খোকা সহ অন্যান্যরা।

add-content

আরও খবর

পঠিত