বৃষ্টি রানীর হত্যার বিচার দাবীতে মহিলা পরিষদের মানববন্ধন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( শহর প্রতিনিধি ) : বাংলাদেশ মহিলা পরিষদ নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে বৃষ্টি রানী চৌধুরীর হত্যার প্রতিবাদে ও দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানব বন্ধন কর্মসূচী পালন করা হয়। জেলার সাধারণ সম্পাদক এডভোকেট হাসিনা পারভীনের সভাপতিত্বে উক্ত কর্মসূচী পালন কার হয়। বুধবার (২৪ এপ্রিল) বিকাল ৫টার সময় নারায়ণগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, নারায়ণগঞ্জসহ সারা দেশে আজ হত্যা-ধর্ষণসহ নানারকম লোমহর্ষক নারী ও শিশু নির্যাতনের ঘটনা বেড়েই চলেছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে এসব থামানোর ক্ষমতা যেন কারো নেই। বিশেষ ট্রাইব্যুনাল করে যদি একটি হত্যা বা ধর্ষণ মামলার দ্রুততম সময়ের মধ্যে বিচার হতো তাহলে আজ এইভাবে নুসরাত-বৃষ্টিদের প্রাণ দিতে হতো না। অপরাধীরা অপরাধ করে নানা ভাবে প্রভাব খাটিয়ে পার পেয়ে যাচ্ছে।

নুসরাত হত্যার রেশ কাটতে না কাটতে বৃষ্টি হত্যা আর কত ? বৃষ্টির বাবা- মা- ভাইয়ের দিকে তাকানো যায় না। সামান্য কারনে শ্বশুর-শ্বশুড়ী -স্বামী – ননাস মিলে মেয়েটিকে হত্যা করলো। আবার আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা করেছে। মাননীয় প্রধানমন্ত্রী নুসরাত হত্যার বিষয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন, আশা করি দ্রুত বিচার হবে। আপনার কাছে বিশেষ অনুরোধ-নারী ও শিশু হত্যা ধর্ষণসহ সকল নির্যাতনের বিরোদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহনে আপনি সরাসরি নজরধারী করুন। কেন এদেশে শাস্তি হচ্ছে না।

আপনি বিশেষ ট্রাইব্যুনাল গঠনের নির্দেশ প্রদান করুন, যাতে ১ মাসের মধ্যে নারী নির্যাতন কারী খুঁনি ধর্ষকদের ফাঁসি কার্যকর হয়। পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই যে, তাৎক্ষণিক ভাবে আসামী বৃষ্টির স্বামী সুদীপ রায় ও শ^শুর সুভাষ চন্দ্র রায় কে আটক করে হাজতে পাঠিয়েছে। আপনাদের এই ভূমিকা অটুট রাখুন। বৃষ্টি রানী চৌধুরী হত্যার দ্রুত বিচার ও দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর করা হোক। যাতে সমাজে আর কোন নারীর এমন নির্মমতার শিকার না হয়।

মানববন্ধনে বক্তব্য প্রদান করেন, সংগঠনের জেলার সহ সভাপতি এবং কেন্দ্রীয় প্রশিক্ষণ গভেষণা ও পাঠাগার সম্পাদক রীনা আহমেদ, ণিগ্যাল এইড সম্পাদক শাহানারা বেগম ও আন্দোলন সম্পাদক শোভা সাহা। সামাজিক প্রতিরোধ কমিটির পক্ষে খেলাঘর আসরের সভাপতি রথীন চক্রবর্তী, সমমনার সভাপতি দুলাল সাহা, সাংস্কৃতিক জোট এর সাবেক সভাপতি ভবাণী শংকর, উন্মেষ শিল্পী গোষ্ঠির সাবেক সভাপতি প্রদীপ ঘোষ বাবু, উদিচী শিল্পী গোষ্ঠীর পিন্টু সাহা, বাসদের সমম্বয়ক নিখিল দাস, ন্যাপ সভাপতি আওলাদ হোসেন, নিহত বৃষ্টির পরিবারের পক্ষে বড় ভাই মিঠুন চৌধুরী প্রমুখ।

মানব বন্ধনে মহিলা পরিষদের জেলা কমিটি-পাড়া কমিটি ও সামাজিক প্রতিরোধ কমিটির শতাধিক সদস্য অংশগ্রহণ করেন।

add-content

আরও খবর

পঠিত