নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা সংবাদদাতা ) : ফতুল্লায় পাগলা এলাকার বুড়িগঙ্গা নদী থেকে লিঙ্গবিহীন এক অজ্ঞাত শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৮ জুলাই) দুপুরে লাশটি উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হসপিটালে পাঠানো হয়েছে।
পাগলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) ফরহাদ হোসেন জানান, পাগলা মেরি অ্যান্ডারসন রেস্টুরেন্ট ও বারের কাছে বুড়িগঙ্গা নদীর কচুরীপানা থেকে অজ্ঞাত ছেলে শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। শিশুটির বয়স প্রায় ১০ বছর, তাঁর পরনে ছিল লাল রঙের হাফ প্যান্ট ও গেঞ্জি।
তিনি আরো জানান, শিশুটির লিঙ্গ কাটা রয়েছে। এছাড়া পচন ধরায় মুখমন্ডল বোঝা যাচ্ছে না। নদীর ওই অংশ কেরানীগঞ্জ থানায় অবস্থিত। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কেরানীগঞ্জ থানা পুলিশকে খবর দেই। এরপর তারা লাশ উদ্ধার করে নিয়ে যায়।