বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান এর ঈদের শুভেচ্ছা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশের বাইরে অবস্থানগত প্রবাসী ও নারায়ণগঞ্জ বাসী সহ দেশবাসীকে পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ১৩নং ওর্য়াড আওয়ামী লীগের সভাপতি ও  বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সৈয়দ লুৎফর রহমান।

১৩ই মে বৃহস্পতিবার এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনায় আমরা ত্যাগ ও সংযম এর যে শিক্ষা লাভ করেছি তা যেন সবার ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলন ঘটে। এবং বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের এই দু:সময় কেটে গিয়ে পবিত্র ঈদ উল ফিতর সকলের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ ও সমৃদ্ধি। মহামারীর এই সময়টাতে নিজের এবং পরিবারের স্বাস্থ্যের কথা চিন্তার করে সকলেই স্বাস্থ্যবিধি মেনে চলুন।

তিনি আরো বলেন, পবিত্র ঈদ-উল ফিতর এই আনন্দঘন উপলক্ষে আমি বিশ্ব মুসলিম উম্মাহ্ এর সংহতি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব এবং সম্বৃদ্ধি কামনা করছি। ঈদের এই আনন্দঘন মূহুর্ত অম্লান হোক। ঈদ মানেই আনন্দ আর সেই আনন্দ যেনো একটু গাফলতি কারণে নষ্ট না হয় সেদিকটি লক্ষ রেখে তাই সকলেই স্বাস্থ্যবিধি মেনে পরিবার ও আত্মীয়-স্বজনের সাথে মিলেমিশে ঈদ উদযাপন করুন। আসুন আমরা সবাই সকল মতভেদ ভুলে দেশ ও দেশের মানুষের জন্য কল্যাণময় রাজনীতি এগিয়ে নেই। দেশের সুবিধা বঞ্চিত এবং হতদরিদ্রদের প্রতি সহনশীল হই। বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসের প্রকোপের মধ্যেই রহমত, বরকত, ও নাজাতের মাহে রমজান সমাপ্ত করেছি আমরা। মহান আল্লাহ্ যেন আমাদের পৃথিবীকে এই ভয়াল মহামারি থেকে হেফাজত করুক।

add-content

আরও খবর

পঠিত