বীর মুক্তিযোদ্ধারা সমস্যায় পড়লে পাশে দাঁড়াতে চাই : ডিসি মোস্তাইন বিল্লাহ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ সদর উপজেলার তল্লা এলাকায় একজন বীর মুক্তিযোদ্ধার অসুস্থতার কথা শুনে তার বাড়িতে ছুটে যান নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো.মোস্তাইন বিল্লাহ। ২রা জুন বুধবার সকালের দিকে অসুস্থ বীর মুক্তিযোদ্ধার খোঁজ খবর নেন এবং তার চিকিৎসা বাবদ নগদ পঁচিশ হাজার টাকা আর্থিক সহায়তা তুলে দেন। এ সময় জেলা প্রশাসক বীর মুক্তিযোদ্ধার জন্য খাদ্য সামগ্রীর প্যাকেট ও ফলের ঝুড়ি উপহার হিসেবে নিয়ে যান।

এ ব্যাপারে জেলা প্রশাসক (ডিসি) মো. মোস্তাইন বিল্লাহ জানান,  আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে আমরা যেন বীর মুক্তিযোদ্ধাদের সুখ-দু:খের খোঁজ খবর রাখি। সেই ধারাবাহিকতায় আমরা জাতির সূর্য সন্তানদের পাশে দাঁড়াতে পেরে গর্ব বোধ করছি। ভবিষ্যতেও কোনো বীর মুক্তিযোদ্ধা যে কোনো সমস্যায় পড়লে আমরা তার পাশে দাঁড়াতে চাই আর আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান ডিসি।

add-content

আরও খবর

পঠিত