নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : বিশ্ব পোলিও দিবস উপলক্ষে ২৬ অক্টোবর শনিবার সকাল সাড়ে ৯টায় নারায়ণগঞ্জের ১৫টি রোটারী ক্লাবের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার চাষাড়া প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়।
নারায়ণগঞ্জ কসমো পলিটনের প্রেসিডেন্ট ও প্রজেক্ট চেয়ারম্যান মো: সায়েদুল হক সুমনের সভাপতিত্বে র্যালী পূর্বসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রোটারী ক্লাবের ডিষ্ট্রিক গভর্নর এম খায়রুল আলম বলেন, পৃথিবী থেকে পোলিও নির্মূল করার ক্ষেত্রে সবচেয়ে বড় অবদান রোটারীয়ানদের। পোলিওর বিরুদ্ধে সফলতা খুব একটা সহজ ছিল না বলেই তিনি তার বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, একটা সময় ছিলো যখন মানুষ তার সন্তানকে টিকা খাওয়াতে চাইতো না। গ্রামঞ্চলের মানুষকে বিষয়টি সম্পর্কে অনুধাবন করাতে মাঠ পর্যায়ের স্বাস্থ্য কর্মীদের অনেক বেগ পেতে হয়েছে। পোলিও নির্মূলে ভারতসহ দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর তুলনায় বাংলাদেশের সফলতা এসেছে বেশ দ্রুতগতিতে। তবে পোলিও মুক্ত ঘোষণা করা হলেও পোলিওর বিরুদ্ধে কার্যক্রম বন্ধ হবে না বলে তিনি উল্লেখ করেন।
এদিকে বর্ণাঢ্য র্যালীটি নারায়ণগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সমাপ্তি ঘটে।এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: জাহিদুল ইসলাম। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এসিস্ট্যান্ট গভর্নর আবদুস সাত্তার চৌধুরী, কাজী ফয়সাল কায়েস, শহীদ সারোয়ার, তাজুল ইসলাম সরকার ও ডিষ্ট্রিক অফিসিয়ালবৃন্দ। তাছাড়া র্যালীতে অংশগ্রহণ ছাড়াও সভায় আরও উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব আবাবিল নারায়ণগঞ্জের মো. খন্দকার খালেকুজ্জামান, বন্দর নারায়ণগঞ্জের আরিফ জামান, বিক্রমপুরের মামুন হোসেন, রোটারী ক্লাব অব ফতুল্লার মো. আসাদুজ্জামান, নারায়ণগঞ্জ সেন্ট্রালের মাসুমুল হক সোহেল, নারায়ণগঞ্জ সিটির মিজানুর রহমান, রাজধানী সোনারগাঁর লিটন চন্দ্র পাল, নারায়ণগঞ্জের মো. নুরুজ্জামান, নারায়ণগঞ্জ গ্রীন সিটির মুজাম্মেল হক, নারায়ণগঞ্জ মিডটাউনের মো. সাইফুল ইসলাম, নারায়ণগঞ্জ পোর্ট সিটির এ.কে.এম রাকিব উদ্দিন, নারায়ণগঞ্জ রয়েলের সুব্রত কুমার সাহা, শীতলক্ষ্যার শ্যামল চন্দ্র বিশ্বাস, নারায়ণগঞ্জ আপ টাউনের মো. নুর আলম সিদ্দিকী, শারমিন সুলতানা বিথী সহ নারায়ণগঞ্জের সাইনিং প্রেসিডেন্টবৃন্দ।