নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : বিশিষ্ট সমাজ সেবক, পশ্চিম দেওভোগ আদর্শগ্রাম পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনীত প্রার্থী জননেতা কমরেড মাহমুদ হোসেন-এর বড় ভাই আলহাজ্ব কলিমুল আলমের অকাল মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা কমরেড আবু হাসান টিপু।
এক শোক বিবৃতিতে আবু হাসান টিপু বলেছেন, আলহাজ্ব কলিমুল আলম ছিলেন একজন নিবেদিত প্রাণ সমাজকর্মী। জীবনের প্রতিটি সময় তিনি সমাজের অন্যায়, অবক্ষয় রোধকল্পে নিজেকে অত্যন্ত নিষ্ঠার সাথে নিয়োজিত রেখে গেছেন। সকল ধর্ম-বর্ণের মানুষের কাছে প্রিয় এই মানুষটি দেওভোগ মাদ্রাসার সহ সভাপতির দায়িত্ব পালন করা ছাড়াও বহু সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার এই অকাল মৃত্যুতে দেওভোগসহ গোটা নারায়ণগঞ্জবাসী একজন অভিভাবককে হারালো।
মৃত্যুকালে আলহাজ্ব কলিমুল আলম-এর বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি ৪পুত্র, ৩কন্যা, স্ত্রী ও ১১ভাইসহ বহু আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
প্রসঙ্গত: আজ ৪ ডিসেম্বর সকাল ৯টায় দেওভোগ নিরালা জামে মসজিদে তার ১ম জানাজা অনুষ্ঠিত হয়, দেওভোগ মাদ্রাসায় ২য় জানাজার নামাজ সকাল ১০টায় অনুষ্ঠিত হওয়ার পর মরহুমের মরদেহ নিয়ে যাওয়া হয় তার পৈত্রিক নিবাস বন্দর কলাগাছিয়াতে। সেখানে বাদ জোহর কলাগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের ৩য় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
৩৪৭ সৈয়দ খাজা নাজমুল হাসান রোড, পশ্চিম দেওভোগ, আদর্শ গ্রামস্থ মরহুমের নিজ বাস ভবনে আগামী ৬ ডিসেম্বর তার রুহের মাগফেরাত কামনার জন্য দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। মিলাদ মাহফিলে মরহুমের আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাংখিদের উপস্থিত থাকার জন্য মরহুমের ছোট ভাই ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনীত প্রার্থী জননেতা কমরেড মাহমুদ হোসেন বিনিত অনুরোধ করেছেন।