নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের উদ্যোগে করোনায় স্বাস্থ্য সচেতনতায় বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে। ১২ আগস্ট বুধবার সকাল ১১ টায় নারায়ণগঞ্জ চাষাড়া কেন্দ্রীয় শহিদ মিনার এর সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়।
এ সময় নেতৃবৃন্দ সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চরমোনাইর নির্দেশে করোনায় লকডাউন পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। বর্তমানে বিভিন্ন এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ সহ মানুষের ঘর বাড়ী নির্মাণের কাজে স্বেচ্ছা শ্রম দিয়ে যাচ্ছে। তাছাড়াও গত ২ দিন যাবত অসহায় ও বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য নারায়ণগঞ্জ মহানগরের অধীনে তিনটি থানায় বিভিন্ন স্পটে অর্থ সংগ্রহ করে সংগঠনের নেতৃবৃন্দ। থানা ও ওয়ার্ড ভিত্তিক অর্থ সংগ্রহ কার্যক্রম অব্যাহত থাকবে শুক্রবার পর্যন্ত। তাপর কেন্দ্রীয় টীম বন্যার্ত এলাকায় ত্রাণ পৌঁছে দেয়ার ব্যবস্থা করবেন। পরিশেষে মহান আল্লাহর দরবারে করোনা মহামারী থেকে পরিত্রাণের জন্য দোয়া ও মুনাজাতের মাধ্যমে মাস্ক বিতরণ কার্যক্রম সমাপ্ত হয়।
বিতরণ কালে এসময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুহাম্মাদ নূর হোসেন, সেক্রেটারি মুহা. সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মাও. শামসুল আলম, ইসলামী আন্দোলন শহর শাখার সহ সভাপতি আলহাজ্ব আব্দুস সোবহান, সেক্রেটারি আলহাজ্ব আব্দুর রহমান, সিদ্ধিরগঞ্জ থানার সেক্রেটারি ডা. সাইফুল ইসলাম, বন্দর থানার সভাপতি আবুল হাসেম, ইসলামী যুব আন্দোলন মহানগর শাখার সহ-সভাপতি ডা. মুহা. মিজানুর রহমান, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন মহানগর সভাপতি এম শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মাহাদী হাসান, ইসলামী শ্রমিক আন্দোলন মহানগর সাধারণ সম্পাদক মোস্তফা সরকার সহ প্রমুখ।