নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নগর সংবাদদাতা ) : নারায়ণগঞ্জে বিএনপির বিজয় দিবসের র্যালিতে পুলিশের এক পরিদর্শককে লাঞ্ছিতের ঘটনা ঘটেছে। ওই সময়ে ওই পুলিশ পরিদর্শকের ইউনিফর্ম ধরে টানাটানি ও তাকে মারধর করে বিএনপির কর্মীরা। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে র্যালিটি ছত্রভঙ্গ করে দেয়। ঘটনার পরপর বিএনপির তিন নেতাকর্মীকে ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় শহরের ২নং রেলগেট এলাকাতে এ ঘটনা ঘটে। পুলিশের হাতে আটককৃতরা হলেন, স্বেচ্ছাসেবক দল নেতা রাকিব, কামরুল ও মামুন। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বিজয় দিবস উপলক্ষ্যে প্রজন্ম ৭১ নামের একটি সংগঠন র্যালি বের করে। র্যালিটির একাংশে স্বেচ্ছাসেবকল দলের নেতা জিয়ার নেতৃত্বে একটি মিছিল ২নং রেলগেট এলাকাতে পৌঁছালে পুলিশ বাধা দেয়। এ সময় সদর মডেল থানার পরিদর্শক জয়নাল আবেদীন ব্যানার কেড়ে নিলে তার উপর চড়াও হয় মিছিলকারীরা। তারা পরে ধাওয়া করে জয়নালকে লাঞ্ছিত করে ও পোশাক ধরে টানাটানি করতে থাকে। এক পর্যায়ে অতিরিক্ত পুলিশ আসলে মিছিলকারীদের উপর লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়।
এ বিষয়ে সদর মডেল থানার পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. জয়নাল আবেদীন জানান, ঘটনাটি ঘটেছে আমি জানতে পেরেছি। তবে পুরো বিষয়টি আমার জানা নেই। জেনে জানাচ্ছি।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, পুলিশের পরিদর্শক জয়নাল আবেদীনকে লাঞ্ছিতের ঘটনায় বিএনপির তিন নেতাকর্মীকে আটক করা হয়েছে। তারা নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়ির সহসভাপতি এড. সাখাওয়াত হোসেন খানে সমর্থক বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।