বিজয় দিব‌সের সংবধর্নায় অংশগ্রহন কর‌লেন মু‌ক্তি‌যোদ্ধার সন্তান মিন্টু

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহন করেছেন ফতুল্লার বীর মুক্তিযোদ্ধা  রমিজ উদ্দিনের ছেলে মো. মিন্টু। ১৬ ডিসেম্বর সোমবার বেলা ১টায় জেলা প্রশাসনের উদ্যোগে জেলার শহীদ মুক্তিযোদ্ধা পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও নারায়ণগঞ্জ সদর উপজেলার মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে মিন্টুর নেতৃত্বে উপস্থিত ছিলেন আসাদুজ্জামান, রাজন, সুমন, চিস্তি, জসিম, সাব্বির, হাসান, জনি, তপু, ফারুক, সবুজ, রাসেল প্রমুখ।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন এর সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, ডেপুটি কমান্ডার এড. নুরুল হুদা, মুক্তিযোদ্ধা সামিউল্লাহ মিলন, জুলহাস, নারায়ণগঞ্জ জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাহিদা বারিক, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি খালেদ হায়দার খান কাজল, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই, সেক্রেটারি আবু হাসনাত শহীদ মো.বাদল, পিপি ওয়াজেদ আলী খোকন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বাবু চন্দন শীল।

add-content

আরও খবর

পঠিত