বিজয় দিবস উপল‌ক্ষ্যে ডে-নাইট ক্রি‌কেট টুর্না‌মেন্ট অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : মহান বিজয় দিবস উপল‌ক্ষ্যে মরহুমা মোসাম্মত আমেনা খাতুন স্মৃ‌তি স্মর‌নে ডে নাইট ক্রি‌কেট টুর্না‌মেন্ট অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। সোমবার (১৬ ডি‌সেম্বর) নগরীর উত্তর কুমু‌দিনী বাগান মাঠ প্রঙ্গ‌নে কুমু‌দিনী ক্রীড়া সংস‌দের সৌজ‌ন্যে ডে নাইট ক্রি‌কেট টুর্না‌মেন্ট অনুষ্ঠিত হয়। এতে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লী‌গের সহ সভাপ‌তি মো. র‌বিউল হো‌সেন।

কুমু‌দিনী বাগান পঞ্চা‌য়েত ক‌মি‌টির সভাপ‌তি মো. ইউসুফ সরদা‌রের সভাপ‌তি‌ত্বে অনুষ্ঠা‌নে বি‌শেষ অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছিলেন, খানপুর এলাকার বি‌শিষ্ট ক্রিড়ানুরাগী মো. নাঈম হো‌সেন মিশাল, সরদার ফজর আলী লু‌ঙ্গি ব্যবস্থাপনা প‌রিচালক মো. জা‌বেদ সরদার, ‌বি‌শিষ্ট ব্যাবসায়ী মো. শুক্তর আলী, আলনুর নীটওয়্যার ব্যাবস্থাপক মো. রাজু খান।

ক্রীড়া অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে মো. র‌বিউল হো‌সেন ব‌লেন, বাঙালি জাতির হাজার বছরের ইতিহাসের গৌরবজনক ঘটনা বা অধ্যায় হচ্ছে একাত্তরের মুক্তিযুদ্ধ। ৩০ লাখ শহীদের বুকের তাজা রক্ত, লাখ লাখ মা-বোনের সম্ভ্রমহানি এবং সীমাহীন আত্মত্যাগের বিনিময়ে একাত্তরের ৯ মাস যুদ্ধের মাধ্যমে আমাদের স্বাধীনতা অর্জিত হয়।

‌তি‌নি আরও ব‌লেন,  জা‌তির জন‌কের নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি। আর বর্তমা‌নে তারই  সু‌যোগ্য কন্যা ডি‌জি‌টেল বাংলা‌দে‌শের রূপকার জন‌নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমা‌দের এই  স্বাধীন দেশ‌কে এগিয়ে নি‌য়ে যাচ্ছেন। তাঁর সফল নেতৃত্বের কারণে আমরা ‌বি‌শ্বের অ‌নেক দেশ থেকে অগ্রসর। এই অগ্রসরতার মধ্য দিয়ে বিশ্ব দরবারে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম হয়েছে।

এসময় যুব সমা‌জের উ‌দ্দে‌শ্যে র‌বিউল হো‌সেন ব‌লেন, আজকাল দুটি শব্দ মুক্তিযুদ্ধের চেতনা ব্যপকভাবে ব্যবহৃত হতে দেখা যায়। কথার ফাঁকে যেকোনো প্রসঙ্গে এই শব্দগুলোর উল্লেখ প্রায়ই শোনা যায়। দু:খের বিষয় হলো, অনেককে দেখা যায় মুক্তিযুদ্ধের চেতনার দোহাই দিয়ে ঠিক এর বিপরীত কাজ করে যাচ্ছেন। মুক্তিযোদ্ধারা তাদের জীবন দিয়ে আমাদের জন্য স্বাধীন দেশ দিয়ে গেছেন। এখন সকল অপশক্তি মোকাবিলায়ও আমাদের মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক সেই চেতনাকে ভিত্তি হিসেবে ধরতে হবে। একমাত্র মুক্তিযুদ্ধের ঐক্যবদ্ধ চেতনাই পারে আমাদের সব স্বপ্ন সফল করতে।

ডি‌জিটাল বাংলা‌দেশ বি‌নির্মা‌নের যে রূপকল্প প্রধানমন্ত্রী হা‌তে নি‌য়ে‌ছেন তা বাস্তবায়‌নে নারায়ণগ‌ঞ্জের উন্নয়‌নের রূপকার জন‌নেতা আলহাজ্ব এ‌কেএম শামীম ওসমা‌নের নেতৃ‌ত্বে নারায়ণগ‌ঞ্জে আওয়ামী লী‌গের সকল ইউ‌নি‌টের নেতাকর্মীরা জন‌নেত্রী শেখ হা‌সিনার হাত‌কে শ‌ক্তিশালী কর‌তে ঐক্যবদ্ধভা‌বে কাজ ক‌রে যা‌চ্ছে ব‌লেও জানা র‌বিউল হো‌সেন।

add-content

আরও খবর

পঠিত