নারায়ণগঞ্জ বার্তা ২৪ : মহান বিজয় দিবস উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে আলোচনা সভা, সম্মাননা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকালে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া বাগান বাড়ি রেস্তোরায় নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ এ আয়োজন করেন। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এড.নুরুল হুদা।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটি বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের প্রতিষ্ঠাতা সিনিয়র সহ সভাপতি মো. জাহাঙ্গীর আলম তালুকদার, সাধারণ সম্পাদক মো. শফিক খান, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সিদ্দিকুর রহমান সিদ্দিক, জয়যাত্রা টেলিভিশন এর নারায়ণগঞ্জ প্রতিনিধি মো. আলী হোসেন, নারায়ণগঞ্জ জেলা মানবাধিকার কর্মী মোসাম্মৎ ফেরদৌসি আক্তার রেহেনা।
জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি মোহাম্মদ নুর আলম আকন্দ এর সভাপতিত্বে এসময় সম্মাননা ক্রেস্ট গ্রহন করেন ১৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সৈয়দ লুৎফর রহমান, বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক প্রধান, বীর মুক্তিযোদ্ধ মো. ফজলুল হক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আউয়াল, বীর মুক্তিযোদ্ধা মফিজউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা নুরুল হুদা, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, বীর মুক্তিযোদ্ধা হোসেন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা এম.এ মান্নান আকন্দ।
আরো উপস্থিত ছিলেন, আরিফ হোসেন, ফিরোজ আলম আকন্দ, আব্দুর রাজ্জাক, রিপন মাদবর, এ এইচ মুন্না, কাশফিয়া আকন্দ, সোনিয়া আক্তার, রিয়া খান, শফিক আহম্মেদ, তৌফিক হাসান আপেল, বায়েজিদ আকন্দ প্রমুখ। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করা হয়।